আমি আপনাদের মাঝে একজন সাধারন ব্লগার, এবং এখানে নিয়মিত লেখছি ও আপনাদের লেখা পড়ছি, পাশাপাশি মন্তব্যও করছি, কিন্তু এখানে যে বিষয়টি আমাকে কষ্ট দেয় সেটা হচ্ছে স্বাধীনতা। এখানে লেখার কোন স্বাধীনতা নেই, আর একটা লেখকের লেখার পূর্ন স্বাধীনতা না থাকলে তার লেখা বাধাগ্রস্থ হবে এটাই স্বাভাবিক, আপনারা কি বলেন ?।
প্রিয় ভাইয়েরা আমি আরও পরিস্কার করে বলতে চাই, সেটা হচ্ছে আমি কোন একটি বিষয় নিয়ে লেখছি , লেখাটা পড়ে প্লাস মাইনাস ভাল খারাপ অনেক মন্তব্যই আসছে, এবং মন্তব্যর বিপরিতে আমি যথাসাদ্ধ জবাবও দিচ্ছি। হঠাৎ করে কোন কারন ছাড়াই ম্যানেজমেন্ট আমার লেখার স্বাধীনতাকে হরন করে আমাকে সেইফ থেকে নামিয়ে ওয়াচে নিয়ে আসলো, যা রিতিমত আমি অপমান বোধ করছিলাম। আমিও নাছোড়বান্দা মনে মনে প্রতিজ্ঞা করছিলাম আমি আমার লেখা দিয়ে আবার সেইফে আসবো এবং আপনাদের দোয়ায় এসেও গেলাম। পরে অবশ্য আমি জানতে পারলাম এখানে যারা তেল মারতে পারবে তারাই নাকি ভাল, আমি এমন ভাল হতে চাই না, নিশ্চয় আপনারাও আমার সাথে একমত ?।
মহা জ্ঞানিদের বানী বইতে পড়েছিলাম, বিদ্ব্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র, যদি তাই হয় তাহলে এই কলমের স্বাধীনতাকে হরন করা হচ্ছে কেন ?।
আমি জোর গলায় বলতে চাই স্বাধীন দেশের লেখনিতে স্বাধীনতা থাকবে না তা তো হতে পারে না । আমিসহ আমরা সকলে চাই আমাদের লেখার পূর্ন স্বাধীনতা । আপনিও কি তাই ???।
লক্ষনীয় (আমাদের প্রতিজ্ঞা) ঃ-
ক) কুরুচিপূর্ন কোন লেখা আমরা লেখব না।
খ) কাউকে কটুক্তি করব না।
গ) এমন লেখা লেখব না যাতে আমার অন্য ভাই কষ্ট পায়।
ঘ) একের অধিক নিক ব্যবহার করব না, পূর্বে থাকলে পরিহার করব।
ঙ) মোটকথা আমাদের এ প্রিয় সামুকে অশ্লীল ও খারাপি থেকে রক্ষা করব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



