জনৈক ভক্ত সাকিবকে এসএমএস করেন, 'সাংবাদিক দম্পতি সাগর-রুনির একমাত্র মেঘ আপনাকে ভীষণ পছন্দ করে। মেঘের প্রিয় ক্রিকেটার আপনি।'
এই এসএমএস পাওয়ার পরই মেঘের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেন সাকিব।
সাগর-রুনির খুনের এক বছর পূর্তি উপলক্ষ্যে ধানমন্ডিতে একটি প্রদর্শনী ছিল। সেখানেই মেঘের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সাকিব আল হাসান। সঙ্গে ছিলেন তার স্ত্রী শিশিরও।
মেঘের ইচ্ছা বড় হয়ে সে সাকিবের মতো অনেক বড় ক্রিকেটার হবে। সাক্ষাতে সাকিবতে বলেছে সে। সাকিবও মেঘকে উৎসাহ দিয়েছেন। উজ্জীবিত করেছেন শিশিরও।
সাংবাদিকদের সাকিব বলেছেন, ‘টিভিতে যখন মেঘের বাবা-মা বা এ সংক্রান্ত কোন খবর দেখি তখন খুব খারাপ লাগে। আমি যখন ম্যাসেজটা পেলাম মেঘের প্রিয় খেলোয়াড় আমি তখনই সিদ্ধান্ত নেই দেখা করবো।’
সাকিবকে কাছে পেয়ে দারুণ খুশি মেঘ। আর মেঘের আনন্দ দেশে সাকিব-শিশির দম্পতিও আনন্দিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


