ছোট বেলার একটা অভ্যাস ছিল সকালের গরম গরম পেপার না পড়ে কোন কাজ শুরু করতে পারতাম না, খুব আগ্রহ নিয়ে বসে থাকতাম পেপারে র জন্য, তারপর অন্য কাজ । কিন্তু ধীরে ধীরে দেখলাম এক একটা পেপার একটা দলের তাবেদারি করার কাজে ব্যস্ত, অতঃপর খেলার খবর ছাড়া অন্য খবর দেখার আগ্রহ হারিয়ে ফেললাম............
এরপর এল টিভি নিউজ, বেশ ভাল কাভারেজ চোখ বড় করে দেখের বদলে গেলতে শুরু করলাম, কিন্তু তারপর সেই কমেডি নাটক । খবরে এক একটা রাজনৈতিক দলের খবর যেন এক একটা প্রহসন, ইন্ডিয়ান নাটক- ও ফেইল, শালার খবর দেখাই ছেড়ে দিলাম........
অফিসের কাজের ফাঁকে ফাঁকে আগে একটা চ্যাট রুমে গল্প করতাম কিন্তু গেল বন্ধ হয়ে । পেপারে খবর পেলাম সামহোয়্যার ইন সাইটের আবার-ও আগ্রহ পেলাম । যেহতু আমি ভাল লেখতে পারি না তাই শুধু পড়ে যেতাম, কিন্তু গরীবের কপালে বোধ হয় সুখ বেশীদিন সয়না । কারন এখানেও দেখি আস্তেক আর নাস্তিক, রাজনৈতিক "ক" আর রাজনৈতিক "খ" দল । যতই দিন যায় যুক্তির বদলে কাইজ্যা কাটি বেড়েই যাচ্ছে.... ভাবছি এবার কোথায় যাব আর কত দিনই বা এভাবে এড়িয়ে যাব.........। প্রশ্নের উওর যেন অধরাই রয়ে গেল.........
পরিশষে আমার একটা কৌতুকের কথা মনে পড়ে গেল.......
দোজখের এক জায়গায় কোন প্রহরী না দেখে ইন্সপেক্টর প্রশ্ন করল কেন এখানে গার্ডনেই? উওর আসল ওখানে সব বাংগালী আছে তাই প্রয়োজন হয়না, এক দল পালাতে গেলে আর দল টেনে নামিয়ে দেয়........
এই সাইটের বর্তমান পরিবেশও েযন তেমন হয়ে যাচ্ছে............
(কারও প্রতি ব্যক্তিগত আক্রমন থেকে এই লেখা নয়, খুব হতাশা থেকে লেখা)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



