আকাশ এসে বললো, ওরে মেয়ে
সবটুকু নীল তোর উপরে ফেলবো আমি ছেয়ে।
বৃষ্টি এসে বললো, ওরে মেয়ে
কূল ছাপিয়ে ছুটবো যে তোর বুকের নদী বেয়ে।
মাটি এসে বললো, ওরে মেয়ে
ভালোবাসায় উঠছি কেঁপে পরশটি তোর পেয়ে।
জ্যোসনা এসে বললো, ওরে মেয়ে
নিশুত রাতে আদর নিয়ে থাকবো আমি চেয়ে।
সাগর এসে বললো, ওরে মেয়ে
ভালো লাগার ঢেউগুলো সব তোর দিকে যাক ধেয়ে।
সব মেয়ের জন্য আকাশজোড়া শুভেচ্ছা রইল...
প্রতিটা দিন হয়ে উঠুক নারী দিবস...
ছবিসূত্রঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১১ রাত ৯:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




