আজকে আমরা কিভাবে ফেসবুক ফান পেজ খুলতে হয় এবং তা চালাতে হয় এ সম্পর্কে বেসিক ধারনা নেবো।
ফেসবুক পেজ সম্পূর্ণ ফ্রি । তাই আপনি যতো খুশি ততো ফেসবুক ফান পেজখুলতে পারবেন। ফেসবুক ফান পেজ খুলতে প্রথমে আপনাকে একটা মজার নাম ঠিক করতে হবে। অনেক চিন্তা-ভাবনার পরেও যদি কোন নাম ঠিক করতে না পারেন, তবে চিন্তিত হবেননা ! ফেসবুকের যে কোন জনপ্রিয় পেজের নাম একটু ওলটপালট করলেই আপনার পেজের নাম পেয়ে যাবেন ! যেমন ‘আমরা বড় লোক বাপের গরীব সন্তান’ এই নামটা একটু চেঞ্জ করেখুলতে পারেন ‘আমরা বড়লোক বাপের ছোটলোক সন্তান’ !! হইলো তো...?
পেজ খোলার পর আপনাকে প্রথমে একটা প্রোফাইল পিকচার দিতে হবে। এই জন্য বেশিরভাগ মানুষের ভরসা ‘গুগল’। ঘসা দিলেই ছবি হাজির । যা চাইবেন পাইবেন। এইবার পেজের নাম একটু ইংলিশে কনভার্ট কইরা সার্চ দিলেই দেখবেন হাজার হাজার ছবি। একটা ছবি নিরবাচন কইরা হালকা ঘইসা মাইজা ঠিক করবেন। ব্যাস হয়ে গেলো আপনার প্রোফাইল পিকচার ।
এইবার আপনারে পেজের মেম্বার আনতে ঝাপায়ে পড়তে হবে। পেইজের লিঙ্ক কপি কইরা দরকার হইলে ফেসবুকের সব পেইজে পেস্ট করবেন। লগে এডমিনরে হাতে পায়ে ধরবেন। ‘পিলিজ এডমিন আফনের হাতে পায়ে ধরলাম আমার পেজটা প্রমোট করেন। পিলিজ , আফনে আমার ধর্মের ভাই, পিলিজ একটু প্রমোট করেন‘ কিংবা অন্যইউজারদের উদ্দেশ্যে লিখতে পারেন ‘ আসেন ভাই জয়েন করেন, খুব মজা পাইবেন, হাসতে হাসতে পেটে গিট্টু লাইগা যাইবো। ৩২ টা দাঁত খুইলাযাইবো , কোমর ও বাতের ব্যাথা কমবো। দুইডা পায়ে ধরলাম ভাই আসেন । খালি একবার লাইক দেন, আর জিন্দেগীতে কমুনা ‘ এইভাবে মানুষকে আমন্ত্রন জানাতে হবে। এরপর মানুষ যখন আসা শুরুকরবো, তখন আপনারে এডমিন হিসাবে একটা ভাব ধরতে হবে। আপনি বস, যা খুশি করবেন। যতবার খুশি স্ট্যাটাস দিবেন। কেউ উল্টা-পাল্টা কমেন্ট দিলে দিবেন ব্যান মাইরা।
ফান পেজ হিসেবে আফনের স্ট্যাটাসগুলা অবশ্যই মজার হইতে হইবো। তবে মজার কিচ্ছু জানা না থাকলে টেনশন নিবেন না। গুগল আছে না? সেইখানে সার্চ দিবেন ‘ বাংলা জোকস’... তারপর যে কোন একটাসাইটে ঢুইকা জোকস খালি কপি-পেস্ট মারবেন। দেখবেন খালি লাইক আর লাইক। এইভাবে আপনারে ভাব লইতে হইবো। তবে কিছুদিন পর যদি দেখেন মানুষ মজা পাইতেছেনা কিংবা পেজের ওয়াল এ লিখতেসে ‘এডমিন তোর খেতাপুরি’ তাইলে শংকিত হবেন না। এইটারে বাদ দিয়া নতুন আরেকটা পেজ খুলবেন। মনে রাখবেন পেজ খুলতে পয়সা লাগেনা...।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১২ বিকাল ৪:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



