ধারনা করছিলাম বাংলাদেশের নতুন প্রজন্ম গানগুলিকে নিবে খুব দ্রুত আর পুরাতন প্রজন্ম ছিঃ ছিঃ করবে। সেটা জানতে আমার খালাত ভাই দশম শ্রেনীর ছাত্র সোহানকে জিজ্ঞেস করলাম এই ব্যাপারে। সে উত্তেজিত হয়ে বলল সে নাকি গানগুলো এলবাম আকারে বার হবার আগেই শুনেছে। এলবামটা বের হবার পর পর নাকি বাজেয়াপ্ত করা হয়, পরে তারা কিছু সংশোধন করে আবার বাজারজাত করে। সম্ভবতঃ কিছু এবিউসিভ ল্যাঙ্গুয়েজ কাটছাট করে আবার বের করে তারা।
ব্যাপারটা আমার কাছে অবাক লাগেনি। আমরা এত সহজে নতুন জিনিস মেনে নিতে পারলে তো আর কথাই ছিলনা। যতই এবিউসিভ, নিগাজ সংস হোক না কেন প্রজন্ম বদলাবেই এবং জন্ম দেবে নতুন নতুন আইডিয়ার। সময়কেই ঠিক করতে দিন কে টিকবে কে টিকবে না সেটার সিদ্ধান্ত নেবার।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



