কে তুমি মুক্ত আকাশে শুভ্র বালিহাঁস
চেয়ে আছো ধবল ডিঙার মতো মুক্ত মনিহাঁস
যৌবনের সূচিত বেদনার মতো শুনিয়েছ গান
মুক্ত আকাশে তবুও দিয়েছো বেদনার অশ্রু দান
অথচ মুক্তির প্রাণিত সুর আজো রয়েছে যে ম্লান
দিয়েছ যে শতবাধা জটাল সঙ্কট পথের সমুখে
তবুও তো রয়েছে আশা মেলে এ ব্যথাবৃদ্ধ প্রাণে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




