তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন করেছেন, ‘আমনে আমাত্তে বড় দেশপ্রেমিক? দেশের কল্যাণের কথা আমনে আমাত্তে বেশি ভাবেন?’
রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ বোর্ডের প্রধান কার্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধানমন্ত্রী বলেন, ‘আমার প্রশ্ন হলো, কে বেশি দেশপ্রেমিক এটা জিজ্ঞেস করার কী আছে যেখানে দেশের কল্যানের কথা আমি সবাত্তে বেশি ভাবি? খবর দৈনিক গোলালুর।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় থাকাকালীন বিএনপি-জামায়াত জোট দেশের উন্নয়নের জন্য কিছুই করেনি। তখন আমনেরা কোথায় ছিলেন?’
শেখ হাসিনা বলেন, ‘তাঁর দল কিছু বিদেশি কোম্পানির কাছে গ্যাস বিক্রি করতে চায়নি বলে ২০০১ সালের নির্বাচনে বেশি ভোট পেয়েও ক্ষমতায় যেতে পারেনি।’ তিনি বলেন, ‘এবার সেই একই ভুল করতে চাই না। আগামীবার ক্ষমতায় যেতে দরকার হলে জাতীয় স্বার্থের মায়ের পুটু মেরে খাল বানিয়ে সে খালে নৌকাবাইচ আয়োজন করা হবে।’
বঙ্গোপসাগরের দুটি ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য মার্কিন কোম্পানি কনোকো-ফিলিপসের সাথে চুক্তি করেছে সরকার। এই চুক্তির সমালোচনা করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটি বলেছে, এই চুক্তির ফলে জাতীয় স্বার্থ পুটুমারা খাবে।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবিকে অন্যায্য বলে অভিহিত করেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, শেখ হাসিনা যেখানে শাড়ির সাথে লিপস্টিক ম্যাচ করতে পারেন না সেখানে তিনি সবাত্তে বেশি বুজেন এই দাবি মোটেও গ্রহণযোগ্য হতে পারে না। তিনি বলেন, আমি এইট পাশ হতে পারি কিন্তু দেশের সমস্যা, দেশের নারীদের শাড়ি লিপিস্টিকের সমস্যা আমি ওনাত্তে বেশি বুজি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তেল-গ্যাস একটা বিজ্ঞানের বিষয়। যেহেতু তার স্বামী মরহুম ওয়াজেদ মিয়া ছিলেন একজন পরমাণুবিজ্ঞানী তাই বিজ্ঞানের বিষয় তিনি সবাত্তে বেশি বুজেন
রেফা : মতিকন্ঠ।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



