সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশ থেকে মাধ্যমিক পরীক্ষায় বিষয় হিসেবে ট্রাকচালনাকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে সময় বেঁধে দেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
শাজাহান বলেন, “আগামী ৩০ নভেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন করা না হলে ১ ডিসেম্বর থেকে বৃহত্তর আন্দোলনে নেমে সরকারের পুটু জ্বালিয়ে খাক করে দেয়া হবে।”
তিনি সমাবেশে সরকারের প্রতি ১১ দফা দাবি তুলে ধরেন। তার দাবিগুলো নিয়ে আগামী ২৬ অক্টোবর যোগাযোগ মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান তিনি।
শাজাহান খান বলেন, “কিছু সংখ্যক বুদ্ধিজীবী ও সিনেমার হিরু দাবী করছে, চালকের লাইসেন্সের জন্য এসএসসি পাশের সনদ লাগবে। এই কারনে আমরা দাবি করছি, এসএসসি পরীক্ষায় ট্রাকচালনা এবং/অথবা বাসচালনাকে বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে।”
তিনি বলেন, “ট্রাক চালাতে না পারলে এসএসসি পাশের সনদ ধুয়ে কি মানুষ পানি খাবে?”
গত অগাস্ট মাসে সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান সম্পাদক মিশুক মুনীরসহ পাঁচজনের মৃত্যুর পর অদক্ষ চালকদের গাড়ি চালানোর বিষয়টি গণমাধ্যমে আলোচনায় উঠে আসে। নৌমন্ত্রীর চাপে যোগাযোগ মন্ত্রণালয় অদক্ষ চালকদের পরীক্ষা ছাড়াই লাইসেন্স দিয়েছেন- এমন অভিযোগ সংবিলত খবরও প্রকাশ হয়। তবে নৌ ও যোগাযোগমন্ত্রী দুজনই এ অভিযোগ অস্বীকার করেন।
এক পর্যায়ে অদক্ষদের লাইসেন্স দেওয়া হবে না- যোগাযোগমন্ত্রীর কাছ থেকে এমন ঘোষণা দাবি করে অনশনের হুমকি দেন সাংসদ তারানা হালিম।
বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি শাজাহান খান সমাবেশে বলেন, “এক শ্রেণীর বুদ্ধিজীবী ও কিছু মিডিয়া পরিবহন শ্রমিকদের পুটু মারতে ক্ষেপে উঠেছে।”
“দুর্ঘটনার জন্য শুধু চালকরাই দায়ী নয়,” মন্তব্য করে মন্ত্রী বলেন, “দুর্ঘটনার জন্য অনেকগুলো কারণ থাকে। যান্ত্রিক ত্র”টি ও সড়কের ত্র”টি এর মধ্যে অন্যতম। এসএসসি পাশ কেন, ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়ে ট্রাক চালানো হলেও কোন লাভ নাই। হায়াত মউত আল্লাহর হাতে। যখন সময় আসবে আল্লাহর মাল আল্লাহ তুলে নিবেন। এসএসসির সনদ দিয়ে আল্লাহকে ঠেকানো যাবে না।”
অনেকে ড্রাইভিং লাইসেন্স নিয়ে তার দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন উল্লেখ করে শাজাহান খান বলেন, “আমি বলতে চাই আমি পরীক্ষা ছাড়া কাউকেই লাইসেন্স দেওয়ার কথা বলিনি। আমি বলেছি, তারা আমার কাছ থেকে টাকার বিনিময়ে পাওয়া সুপারিশপত্র নিয়ে বিআরটিএ বরাবর যোগাযোগ করেছে কি না তা পুংখানুপুংখরুপে পরীক্ষা করা হোক। সুপারিশে ব্যবহৃত সাইন (চিহ্ন) দেখেই বোঝা যায়, কোনটা আমার লোক আর কোনটা আম পাবলিক। এসব সাইন না চিনলে কিছু সমস্যা ঘটতেই পারে। ২০০০ সালের জুন মাসে ট্রাফিক গেজেটে এসব চিহ্ন অন্তর্ভুক্ত করা হয়েছে। লাইসেন্সদাতাদের অবশ্যই এসব চিহ্ন চিনতে হবে।”
তিনি সাংবাদিক মুনতাসির মামুনের লিখনীর সমালোচনা করে বলেন, “অধ্যাপক মুনতাসির মামুন আমার শ্রমিক ভাইদের খান সেনা বলেছেন। আমি তাকে জানিয়ে দিতে চাই, এসব ছোটলোক শ্রমিকেরা কোনদিন খান বংশের লোক হতে পারে না। এরা খান হলে আমি আর খান নই, আমি খানকি।”
মুনতাসির মামুন একটি দৈনিক পত্রিকায় ‘হুঁশিয়ার খান সেনারা আসছে’ শিরোনামে একটি উপসম্পাদকীয়তে পরিবহন শ্রমিকদের সমালোচনা করেন।
নৌপরিবহনমন্ত্রী বলেন, “অসুখ হয়ে মরার চেয়ে সড়ক দুর্ঘটনায় মরা ভাল। তাতে খরচ কম পড়ে।” তিনি হাসপাতালে ভর্তি করিয়ে লক্ষ লক্ষ টাকা বিল দিয়ে মরার পরিবর্তে সড়ক দুর্ঘটনায় মরার জন্য দেশের মানুষকে আহ্বান জানান।
রেফা : মতিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



