কারণে কারণ খাইয়া ফালাইছে
কারণ খাইতায় কি দিয়া ?
সেই কারণে এই কারণ
কারণ ছাইড়া দে গিয়া ।।
এক রাজার একটা ছাগল ছিল। রাজা রাজদরবারে আসলে, ছাগলটা দৌড়ে দরবারে আসত, কিছু সময় দৌড়া দৌড়ী করে চলে যেত। মন্ত্রীপরিষদের খুবই লোভ ছাগলটা খাবে । তাই তারা হাত করল রাজার বাবুর্চিকে। বাবুর্চি একটা বড় থালায় নানা রকম মশলা বাটা রেখে, রসুইঘরে থালাটা রাখল, আর ছাগলটি পাশে বেঁধে রেখে পানি আনতে গেল ।
ওদিকে রাজা রাজদরবারে আসার পর, ছাগল আর আসে না । রাজা খুবই রেগে গেলেন। ছাগল আসে না কেন? রাজা বললেন, “এটা নিশ্চয়ই কোনষড়যন্ত্র। যতক্ষণ ছাগল না আসবে, এখান থেকে কেউ যেতে পারবে না । আর না আসলে সবার গর্দান কাটা যাবে ।” মন্ত্রীরাসব ভয়ে থরথর করে কাঁপতে লাগল । ভয়াবহ অবস্থা।
ওদিকে বাবুর্চি রসুই ঘরে এসে দেখে যে, ছাগল সব মশলা খেয়ে ফেলেছে । এখন নূতন করে মশলাপাতি যোগাড়ের সময় নাই । সে গেল রাজদরবারে মন্ত্রীদের জানাতে । কিন্তুসেখানের অবস্থা দেখে সে মন্ত্রীদেরকথা ঘুরিয়ে বললঃ
“কারণে কারণ খাইয়া ফালাইছে
কারণ খাইতায় কি দিয়া ?”
মন্ত্রিরা বললঃ
“সেই কারণে এই কারণ
কারণ ছাইড়া দে গিয়া ।”
এটা একটা বাংলা প্রবাদ। যখন বিভিন্ন ঘটনার মধ্যে প্যাঁচ ও তালগোল পাকিয়ে যায়, তখনকার অবস্থা বুঝাতে এই প্রবাদ।
বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কি উপরের প্রবাদটির মত নয় কি?
সুত্র ও কৃতজ্ঞতাঃ বহুদিন আগের রহস্য পত্রিকায় প্রকাশিত হয়েছিল গল্পটি। লেখক ছিলেন সম্ভবত ডঃ আশরাফ সিদ্দিকী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



