ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা ভিত্তিক অর্পিত সম্পত্তির তালিকা প্রকাশ এবং অর্পিত সম্পত্তির দাবির সমর্থনে আবেদনের সময়সীমা বাড়ানোর প্রস্তাব করে ‘অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ (সংশোধন) বিল-২০১২’ জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।
রোববার ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা বিলটি উত্থাপন করেন।
এরপর বিলটি সাত দিনের মধ্যে যাচাই-বাছাই করে প্রতিবেদন দেওয়ার জন্য ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
মূল আইনের ৯ ধারায় বলা আছে, আইন কার্যকর হওয়ার ১৫০ দিনের মধ্যে সরকার অর্পিত সম্পত্তির মৌজা ভিত্তিক জেলা অনুযায়ী তালিকা তৈরি করে গেজেট প্রকাশ করবে। প্রস্তাবিত আইনে এই সময়সীমা ৩০০ দিন করা হয়েছে।
মূল আইনের ৯ক ধারায় ধারায় বলা আছে, মৌজা ভিত্তিক জেলাওয়ারী তালিকা প্রকাশের পর কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজেকে অর্পিত সম্পত্তির দাবিদার মনে করলে, তার দাবির সমর্থনে প্রয়োজনীয় প্রমাণাদিসহ গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে সংশ্লিষ্ট জেলা কমিটির সভাপতি অথবা ট্রাইব্যুনালে উক্ত সম্পত্তি অবমুক্তির জন্য আবেদন করতে পারবেন।
প্রস্তাবিত আইনে এই সময়সীমা ১২০ দিন করা হয়েছে।
এ ছাড়াও বিলে ‘প্রত্যার্র্পণযোগ্য’ শব্দটির পরিবর্তে ‘অর্পিত’ শব্দ প্রতিস্থাপনের প্রস্তাব করা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্বলিত বিবৃতিতে মন্ত্রী বলেন, অর্পিত সম্পত্তির পরিমাণ বেশি হওয়ায় ১৫০ দিনের মধ্যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা সম্ভব হবে না। তালিকা প্রকাশের পর জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে গেজেট বিতরণে সময় লেগে যাচ্ছে। সাধারণ মানুষ গেজেট প্রকাশের ২০/২৫ দিন পর বিষয়টি সম্পর্কে জানতে পারেন। সেজন্য আইন সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
সূত্র:

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



