২৮ অক্টোবরের লগি বৈঠার পৈশাচিক হত্যাকান্ডের মামলা প্রত্যাহারে হতবাক পরিবারগুলোর সদস্যরা।
বিচার পাওয়ার অধিকারটুকুও কেড়ে নেয়া হলো?
সে দিনের ঘটনা মনে হলে শিউরে উঠে সভ্য সমাজের মানুষ ২০০৬ সালের ২৮ অক্টোবর এ দেশের রাজনীতির ইতিহাসে এক কলংকজনক অধ্যায়। প্রকাশ্য দিবালোকে লগি বৈঠা দিয়ে তরতাজা যুবকদের পিটিয়ে নৃশংসভাবে হত্যা করার দৃষ্টান্ত স্থাপিত হয় এদিন।
যে কোন হত্যা কান্ডের বিচার হয়া প্রয়োজন ।
দোষ কাদের তাদের ব্যাপারে জনগন জানোক ।
এই রকম হত্যা যেন না হয় তা ব্যাপারে গঠন মূলক পদক্ষেপ নেয়া দরকার।
যাদের সন্তানদের হত্যা করা হল তাদের সঠিক বিচার পায়ার অধিকার দেয়া হউক।
যারা অপরাধী তারা শাস্তি পাউক।কেউ যেন এই রকম অপরাধে না জড়ানোর ব্যাপারে শাস্তি পায় ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




