চলুন আমরা হুমায়ন আহমেদের চলচিত্রের কিছু গানের সংকলন শুনে আসি।
ছবির নাম- শ্রাবন মেঘের দিন (২০০০)
একটা ছিল সোনার কন্যা
আষাঢ় মাইসা ভাসা পানি রে
শুয়া চান পাখি
কাল আমার কুসুম রানীর বিবাহ হইবো
আমার গায়ে যত দু:খ সয়
মানুষ ধরো মানুষ ভজো শোন
ওগো ভাবিজান
ছবির নাম- দুই দুয়ারী (২০০০)
বরষার প্রথম দিনে
মথায় পরেছি সাদা ক্যাপ
(ছবির গান খুজে পাইনি তাই এটা দিলাম)
ছবির নাম- চন্দ্রকথা
ও আমার উড়াল পঙ্খী রে
চাদনী পশরে কে আমায় স্মরন করে
ছবির নাম- আমার আছে জল
আমার আছে জল
চলো ভিজি আজ বৃষ্টিতে
নদীর নাম ময়ুরাক্ষী
ছবির নাম- ৯ নং বিপদ সংকেত (২০০৭)
আজি ঝর ঝর মুখর বাদল দিনে
চলনা যাই বসি নিরিবিলি
ছবির নাম- আগুনের পরশমনি
নেশা লাগিলো রে
আজ রবিরার নাটকের একটি গান
লোকে বলে, বলে রে
আমি হয়তো আনেক কিছু মিস করে গেছি। আপনাদের জানা থাকলে জানাবেন, আমি যোগ করে দেব।
সবাই ভালো থাকবেন।
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




