২য় পর্বে আলোচনা করছিলাম মিউচুয়াল ফান্ড ও বন্ড নিয়ে। আজ আলোচনা করব সবচেয়ে মোহনীয়, আকর্ষণীয় আর ঝুঁকিপূর্ণ আর্থিক হাতিয়ার শেয়ার নিয়ে।
আপনি শেয়ার কিনবেন। তা কি বিষয়ের উপর ভিত্তি করে কিনবেন?
আপনি শেয়ার কিনার সিদ্ধান্ত নিবেন ২টি বিষয়ের উপর ভিত্তি করে।তা হলঃ- ১)মৌলিক বিশ্লেষণ। ২) কৌশলগত বিশ্লেষণ ।
মৌলিক বিশ্লেষণ কখন প্রয়োগ করবেন?
যখন আপনি দীর্ঘমেয়াদি বিনিয়োগ করবেন। আর-
কৌশলগত বিশ্লেষণ কখন প্রয়োগ করবেন?
যখন আপনি স্বল্পমেয়াদী বিনিয়োগ করবেন।
মৌলিক বিশ্লেষণ কি?
যে কোম্পানির শেয়ার কিনবেন তার মৌল ভিত্তি বা অন্তর্নিহিত শক্তি সম্পর্কে জানার জন্য যে বিশ্লেষণ করা হয় ।
কৌশলগত বিশ্লেষণ কি?
বাজারের গতি প্রকৃতির উপর ভিত্তি করে শেয়ার কিনা । এর সাথে কম্পানির অবস্থানের বা ভিত্তির সাথে কোন সম্পর্ক নাই ।
যেভাবে করবেন মৌলিক বিশ্লেষণঃ
এটা ৩ ভাবে করতে হয়ঃ১) দেশ ও আন্তর্জাতিক অর্থনৈতিক অবস্থার বিশ্লেষণ ।
২) যে কোম্পানির শেয়ার শেয়ার কিনতে যাচ্ছেন তা যে শিল্পের অন্তর্গত অর্থাৎ কোম্পানি ঔষধ বা সিরামিক বা যে শিল্পের আওতা ভুক্ত সে শিল্প খাতকে বিশ্লেষণ ।
৩) যে কোম্পানির শেয়ার কিনতে যাচ্ছেন তার বিশ্লেষণ ।
আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বে থাকছে কিভাবে আপনি দেশ ও আন্তর্জাতিক অর্থনৈতিক অবস্থার বিশ্লেষণ করবেন।
ধন্যবাদ ।
যারা এর আগের পর্ব গুলা পড়েননি সে লিখাগুলার লিঙ্কঃ
শেয়ার বাজারে বিনিয়োগ করার পূর্বে যা করবেন (নতুনদের জন্য) পর্ব - ১
শেয়ার বাজারে বিনিয়োগ করার পূর্বে যা করবেন (নতুনদের জন্য )পর্ব- ২
বিশ্বের ২য় সেরা ধনী ওয়ারেন বাফেট ও পিটার লিন্স এর শেয়ারে বিনিয়োগ পদ্ধতি - আপনিও জেনে নিন ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


