রংতুলি দিয়ে একজনের ছবি আকছিলাম
খুব মনোযোগ দিয়ে...
ছবিটা কেন যেন অনেক সুন্দর হচ্ছিল
অথচ আমি কিন্তু ভালো আঁকিয়ে নই
অতঃপর...
যার ছবি আকছিলাম
সে একগাদা রঙ দিয়ে
নিজের ছবিটাকে নষ্ট করে দিল
আমি থমকে গেলাম
আমি এখন ওকে রাগ দেখাবো
নাকি আমার সৃষ্টি হারানোর
জন্য শোকে শোকাহত হবো ??
তারপর সে নষ্ট হয়ে যাওয়া
ছবিটার দিকে অবাক হয়ে তাকিয়ে রইলো
ছবিটার দিকে তাকিয়ে
ডুকরে কেদে উঠলো
সে না জেনেও তারই ছবির
কতটা সর্বনাশ করলো
না জেনেও গলা টিপে হত্যা করলো
নিজের অপূর্ব সৃষ্টিকে
কেদে কেদে বললো আমায়
তার ছবিটাকে আগের মত বানিয়ে দিতে
নয়তো এরকম আরেকটা এঁকে দিতে...
এবার সেই বলুক
যে ছবি একবার নষ্ট করে দিয়েছে
তাকে আবার উদ্ধার করি কিভাবে
কিংবা আবার ছবিটা আঁকলেও
আগের মতো সৃষ্টিশীল
সুন্দর হবে কি???

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


