পরিমনি জেলে গেলো কেনো ?
কারন বাসায় মদ পাওয়া গেসে । সেই মদ রাখা যদি আইনগতভাবে বৈধ হতো তাহলে তাকে এতোদিন জেলে থাকতে হতো না, এতোবার রিমান্ডেও নেওয়ার দরকার ছিল না । আইনের দৃষ্টিতে তিনি এখনো একজন অপরাধীই কারন তিনি কেইস থেকে মুক্তি পান নি, জামিন পেয়েছেন মাত্র । তাহলে একজন ‘অপরাধী’র জামিনে মুক্তি পাওয়া দেখানোর জন্য সকাল থেকে কারাফটক থেকে শুরু করে তাকে বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত সরাসরি টেলিকাস্ট করা লাগবে ? খুব দরকার ? জাতি অধীর আগ্রহে অপেক্ষা করসে এইসব দেখার জন্য নাকি আপনারা জোর করে ‘দেখবি না মানে, দেখিয়েই ছাড়বো’ এই মনোভাব নিয়ে দেখাচ্ছেন ?
অপরাধির বাইরে তার আরেকটা পরিচয় সে বাংলা সিনেমার ‘নায়িকা’ ! তার কয়টা সিনেমা একজন রুচিশীল দর্শক দেখেছে, তার জন্য মিডিয়াকে মাইক্রোস্কোপের নীচে চোখ রাখতে হবে, এই বিষয়ে কোন সন্দেহ নাই । তবুও যেহেতু তিনি নায়িকা তাই তার কারামুক্তিকে লাইভ করতে হবে, এই সেন্সে লাইভ করা হলে ঠিকাছে । কিন্তু তার কারামুক্তিকে লাইভ করার মতো মানের নায়িকা কি তিনি ? কয়জন তার সিনেমা দেখে তাকে চিনেছে ? আপনি কোনো সিনেমা দেখেছেন ? তবুও তাকে নিয়ে মিডিয়া কর্মীদের আগ্রহের শেষ নেই । গলদটা কি শুধু মিডিয়ারই ?
এতো আগ্রহের আসল কারণটা কি তাইলে ?
একটা যৌক্তিক কারন অবশ্য আমাদের আরেক পরিচিত মুখ ডাঃ জাফরুল্লাহ বলেছেন, “পরিমনি সুন্দরী, তার জামিন পাওয়ার অধিকার আছে” । এইটা খুবই যৌক্তিক এবং শক্ত একটা লজিক । তিনি সুন্দরী তাই তিনি নায়িকা হতে পারেন, তিনি সুন্দরী তাই ডিবি কর্মকর্তাকে ‘নিজস্ব স্টাইলে’ কেক খাওয়াতে পারেন, তিনি ‘সুন্দরী নারী’ তাই তার আটকের ব্যাপারে ‘নারী অধিকার লঙ্ঘিত’ হচ্ছে বলে শাহবাগে মানববন্ধন হতে পারে, তিনি সুন্দরী তাই হাইকোর্টের উকিলগণ তাকে ছাড়ানোর জন্য বিনা পয়সায় উকালতি করতে পারেন, তিনি সুন্দরী তাই তিনি কি পরে কোর্টে গেসেন-একই জামা পরে কেনো গেসেন-জেলখানায় তিনি কষ্টে আছেন কি না এসব জানা অতীব জরুরী কারন তিনি সুন্দরী, তিনি সুন্দরী তাই তিনি জামিন পেতেই পারেন, তিনি সুন্দরী তাই তার কারামুক্তির দিনটা স্মরণীয় করে রাখতে পুরো মিডিয়া পাড়া ক্যামেরা হাতে তার পেছন পেছন বাসা পর্যন্ত ছুটেও যেতে পারেন । সবই সম্ভব যদি তিনি “মোটা দাগে সুন্দরী” হন, কারন এইটা ছাড়া আপাত দৃষ্টিতে তার কোন বাড়তি যোগ্যতা আপাতত নাই ।
সো যারা প্রমোট করে যে, ‘বাইরের রূপ নয়, ভিতরটাই আসল’, তারা বাস্তবতা দেখে শিক্ষা নিতে পারেন । কেবলমাত্র এবং একমাত্র “সুন্দরী” হলে বঙ্গদেশের সবজায়গার সব পেশার মানুষকে নাকানি-চুবানি খাওয়ানো যায়, পরিমনির চাইতে এর বড় উদাহরন আপাতত না দেখালেও চলে ।
সো, ট্রাই টু বি “সুন্দরী” এন্ড গেট প্রায়োরিটি ইভেন ইন আ পাসপোর্ট ।
ভালো থাকেন !
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০২১ রাত ১০:২৫