যখন মনে পড়ে তোমায়,
অন্ধকারে আধো আলো দেউটি পানে
চেয়ে থাকি !
ভেবে নিই আন্ প্রান্তে তুমি আছো !
বৃষ্টিতে সিক্ত হই-
অনুভবে বুঝে নিই তোমার স্পর্শ,
সমীরনে তোমার গন্ধ খুঁজি
নেশা ধরে যায় মগজের কোষে !
শিউলি কিংবা বকুল ফুলের মালা
ভাসিয়ে দেই পুকুরের শান্ত জলে,
মনে হয় ওগুলো শোভা পাচ্ছে-
তোমার কবরীতে !
মোহনিদ্রায় জড়িয়ে থাকি তোমায়,
চুমু খাই তোমার উষ্ঞ চঞ্চুতে-
শিরায়-উপশিরায় মাতলামি !
প্রতিটি ভোরে শকুন্ত তোমার
গানের প্রক্সি দেয় !
দুপুরের ক্লান্তি কিংবা বিকেলের একাকীত্ব
চেপে বসে না আমাতে !
আমার বিষন্ন চিত্তে শান্তির পরশ
বুলিয়ে দেয় তোমার স্মৃতি !
তোমাতে দেয়া গেরো-
হয়নি আলগা;এতটুকু ম্লান !
কল্পনার খেয়ায় আবার
পানসি নামাই-
যাত্রী হই শুধু "আমরা দু'জন" !
এখন আমি আর একা নই,
বৈচিত্র্যই আমার সঙ্গী !
সশরীরে নাই বা পেলাম তোমায়
ওভাবেই না হয় খুঁজে নেব আমি !!!
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১০ রাত ১১:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



