মার্সেডিজ গাড়িতে বসে আছ তুমি-
আমার পাশে; প্রেমের জাল বুনতে বুনতে-
দু'জনে দু'জনায় একাকার !
কথা হয় কত-শত; তুমি বল- আমি শুনি,
আমি বলি- তুমি শোন !
অপলক নেত্রে চেয়ে থাকি-
নীরবে কেটে যায় অনেকটা সময়!
আমি বলি- বংশধর তিন হলে ভালো হয় !
তুমি বল- কষ্টতো পোহাতে হবে আমাকেই !
তারপর দু'জনে হাসতে থাকি; প্রচন্ড সে হাসি,
তোমার তিক্ষ্ণ হাসির রিনিঝিনি শব্দে-
ঘুম থেকে জেগে উঠি !
স্বপ্নের ভগ্নস্তূপে দাড়িয়ে ভাবি-
ওঠা ছিল গত রাতের স্বপ্ন; শুধুই স্বপ্ন !!!
[বিঃদ্রঃ আমি দাড়ি (।) চিহ্ন ব্যবহার করতে পারছি না !কারণ যে লাইনে দাড়ি ব্যবহার করি, সেই লাইনটা নিচে নেমে যায়! এতে কবিতার স্তবক ঠিক থাকে না! সমাধান থাকলে বলুন]
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



