আজ কতদিন পর দেখা ; প্রায় যুগ !
তুমি এখনও একই ব্রান্ডের ট্যালকম পাউডারে অভ্যস্ত
তোমার গায়ের পুরনো গন্ধ-
আজো মাতলামী জাগায় আমাতে
তুমি আগের মতো আর লিকলিকে নেই ; রীতিমতো স্বাস্থ্যবতী
অবশ্য মুখে ঘরনী ঘরনী ছাপ পড়েছে !
মনে আছে ? টিপ পরা তোমার শখ ছিল ;
যদিও আমি বারন করতাম
আসলে টিপ ছাড়া সাদামাঠাই-
তোমাকে বেশি মানাত !
অথচ আজ তুমি টিপহীন !
সেটা কী আমার জন্য ?
তুমি বলেছিলে আমার বয়স হয়েছে ,
তেমনটা টের পাই না ; চশমার ভারী কাঁচটা-
মাঝে মাঝে মনে করিয়ে দেয় !
তোমার বাবুটিও বেশ নাদুস-নুদুস
দেখতে তোমার মতোই !
কী অবলীলায় তুমি বললে-
"খোকা ! - তোর মামা !
অথচ ওর ডাকার কথা ছিল.....
থাক্ আর ভাবতে চাই না !
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১০ রাত ১২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



