ওদের জানাতে হবে- ওঠা একটা মানুষ,
ওর ধমনীতে বইছে মানুষেরই উষ্ণ লাল রক্ত,
ওঠা ওদেরই সহজাত ভাই !
'ওরা জানে ; ওরা সব জানে' !
ওরা নিশ্চয়ই জানে না-
ঐ লাশটার জন্য একজন মা কাদঁছেন !
ভাই-বোন, বাবা, কেঁদে কেঁদে বিলাপ করছে !
ওরা নিশ্চয়ই শুনেনি ওর স্ত্রীর সেই আর্তনাদ,
দেখেনি স্বজন হারানোর সেই করুন দৃশ্য !
আমি বিশ্বাস করি ওরা এখনো অবুঝ !
ওরা নিশ্চয়ই বুঝে না মরা মানুষ ফিরে আসে না !
ওরা বুঝলে অবশ্যই এরকম করত না !
'ওরা বুঝে; ওরা সবই বুঝে'।
না, না, না, ওরা কিচ্ছু বুঝে না।
আচ্ছা কেউ কি ওদের একটু বলে দিতে পারে না ?
কিংবা বুঝাতে পারে না ?
আচ্ছা ঠিক আছে আমিই ওদের জানাব !
'ওরা জানে; ওরা বুঝে; সব, সব, সব ওরা বুঝে'।
অসম্ভব, অসম্ভব ! মানুষ কখনো মানুষ খুন করতে পারে না !
নিশ্চয়ই কোথাও একটা গন্ডগোল হয়েছে
আচ্ছা ওরা কী চায় ? এতে লাভই বা কী ?
শব কি কোন কাজে আসে ?
নিশ্চয়ই গন্ডগোল ! ওটা মীমাংসা করতেই হবে !
ওদের জানাতে হবে ! আমিই ওদের জানাব !
'ওরা জানে; ওরা সব জানে'।
ওরা জানে ! ওরা সত্যিই জানে !
ওরা কী করে এমন হৃদয়হীন হয় ?
আচ্ছা ওরা কী মানুষ ?
নাকি- অন্য কিছু ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



