যার মুক্তবুদ্ধি চর্চা সৃজনশীলতা আর মায়াময় আলোকিত ভুবনের দিকপাল হয়ে উঠার কথা দেশে, ঠিক সে সময়ে পরবাসে শিক্ষকতা করছেন। এ ব্যাপার টা নিয়ে ও আমার দুঃখ আছে, ভাইয়ার মত মানবিক গুন দারুণ রসবোধ আর গল্প বলা' র মানুষগুলো' র সাহচর্য আমাদের দেশের শিশু কিশোর দের বেড়ে উঠার সময়ে ভীষণ প্রয়োজন বলে। কেন এ কথা বলেছি সেটা গতবারের বইমেলায় প্রকাশিত কিশোর সাহিত্য " অমিয়' র একদিন " পড়লে আশা করছি বুঝতে পারা যাবে।
এবারের বই মেলায় অনেকবছর পর আমি সেই বিশ্ববিদ্যালয় শুরুর জীবনের মত করে উপভোগ করছি - সে মেলায় অন্যতম আকর্ষণ হিসেবে ভাইয়ার অতিপ্রাকৃত ছয়টি গল্প নিয়ে " এখানে সময় রুদেলান্তির " বই টি আছে আমার প্রিয় তালিকায়।
বইমেলার চলতি' র এর ব্যস্ত সময়ে ও গোগ্রাসে গেলার মত করে পড়া শেষ করেছি আজ ক'দিন। " এখানে সময় রুদেলান্তির " এ আমার সবচাইতে প্রিয় গল্প ওডে আর কাৎলাসেন সহ, রুদাই ইকারুস আর ইকবাল সাহেবের কালো বাক্স গল্পগুলোর ঘটনা এত সুন্দর করে বয়ান করেছেন যে ঘোর লাগে, শেষ না করে উঠা যায় না। বাস্তব এই যে জগত তার সাথে প্যারালালে চলা আমাদের নিজেদের গড়া যে বিশ্বাস অবিশ্বাসের পরাবাস্তব কল্পনার জীবন। সে গল্পই অতিপ্রাকৃত গল্পে বিশ্বাসের বুদ্ধির অতীতের মিলন ঘটিয়েছেন। লেখার কাহিনী কৌশলে মনস্তাতিক আর অলৌকিকতার মিশেল রহস্য বাড়িয়ে আগ্রহ কে ধরে রেখেছে দুর্দান্ত ভাবে।
এ ধরনের লেখা গুলোর পাঠক প্রিয়তা এবং প্রচার ভীষণ জরুরী এ সময়ের প্রেক্ষাপটে। আশা করছি তুমুল পাঠক প্রিয় হবে " এখানে সময় রুদেলান্তির " বই টি পাওয়া যাচ্ছে একুশের বই মেলায়,
জাগৃতির স্টলে (৪৪২-৪৪৩-৪৪৪)।
হ্যাপি রিডিং
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০২২ রাত ৮:২০