দ্বৈরথ
পরিচয়ের প্রথম মূহুর্তের মত করে মুগ্ধ হতে চাই !
মৌনতা মাখা কবিতার সন্ধ্যা বয়ে চলুক অবিরাম;
অসময়ের চৈতালি মেঘের ঢলে ভাসুক তিক্ত প্রহর সব
আলগোছে সাজানো চুপচাপ চাপারঙ পারুলে রোদের লুকোচুরিতে, টুকটাক আলাপন!
প্রভাতের স্নিগ্ধতা মেশা, গতকাল রাতের বৃষ্টিস্নাত আদুরে আলোর ফিসফাস কানে কানে;
সরষে ঝাঁঝ নিয়ে নুয়ে আসা দুপুরের আগাম কথকতা, অপেক্ষায়... বাকিটুকু পড়ুন
