আর কতদিন অপেক্ষা করতে হবে আমাকে
তোমাকে দেখার জন্য।
আরো কত প্রতীক্ষিত সময়
আমার করতে হবে শেষ !
তুমি আমার হতে চিরদিনের জন্য।
আমার তো কেটে যাচ্ছে সময় !
আশা কল্পনা স্বপ্নের সংমিশ্রনে
বর্তমান ভবিষ্যৎ ভাবনায়।
কি জানি !
তোমার দিন রাত্রী যাচ্ছে কি করে ?
হয়ত তুমি ও আমার মতো।
তবে মনে হয় কি জানো !
তুমি অনেক টা বাস্তবতায়
কিছু টা কল্পনায় জীবন চলতে ভালোবাস।
তবু ও তুমি আমার চেয়ে অনেক বেশি আবেগী !
আমার চেয়ে একটু বেশি হিসেবী নও কি তুমি ?
সব কিছুর পরে ও তুমি ভীষণ রোমান্টিক।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০০৯ বিকাল ৪:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




