যদি আপনি,
৭৪ দেখেনঃ আপনি স্বাভাবিক বর্ণ-দৃষ্টিশক্তি সম্পন্ন (Normal Color Vision)
২১ দেখেনঃ আপনি লাল-সবুজ বর্ণান্ধ (Dichromat or Trichromat)
কোন সংখ্যা যদি না দেখেনঃ আপনি সাদা-কালো দৃষ্টিশক্তি সম্পন্ন (Achromat) অর্থাৎ পুরোপুরি বর্ণান্ধ
* আমি দেখি ২১
উপরের ছবির সংখ্যাটি (৩৭) যদি দেখতে না পান তাহলে আপনি একজন Protanope; লাল, কমলা ও হলুদ এই বর্ণগুলো অনুজ্জ্বল/ঝাপসা দেখতে পান
এই ছবির সংখ্যাটি (৪৯) যদি দেখতে না পান তাহলে আপনি Deuteranope; লাল, কমলা ও হলুদ এই বর্ণগুলোর পার্থক্য খুব ভালো দেখতে পান না (আমার মতো)
এই ছবির সংখ্যাটি (৫৬) যদি দেখতে না পান তাহলে আপনি একজন Tritanope অর্থাৎ নীল-হলুদ/নীল-সবুজ বর্ণান্ধ
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




