নিজ হাতে তুলে দিতে পারি মধ্যবয়সী সময়ের হাতে
অবিকল দ্বিধাহীন ভুলে ভরা আমার এ জীবন।
হয়তো কোমরে রাখো, কিংবা বাহু
তাতে কিবা আসে যায়, বলো দেখি ও মন পবন?
উত্তর নৈঋত কোনে জমে ওঠে বিষাদের সুর,
কেন হে চাতক পাখি, শুকনো গলায়
বলো আরও স্তোত্র বাক্য, শরবিদ্ধ প্রশ্নের টানে
সত্যবদ্ধ যাবতীয় বিশ্বাসে মিলায়।
কবির কি উপায় বলো নামগোত্রহীন জেগে থেকে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



