সখী, আমার দুধের শিশু, যাচ্ছি রেখে তোর কাছে
মাতৃসমা তুই যে শিশুর, কিসের বাদ্যি বাজে গো?
আঁধার কাঁটুক তপ্ত আলোয়, রক্ত মুছে নিস রে ভাই,
নাড়ি কাঁটা এ ধন আমার, বৃক্ষ হয়ে দুলুক গাছে-
সখী, আমার প্রিয়ংবদা- মনোবৃক্ষে নাই রে খেদ
জন্মান্তরের দিন বদলে নতুন শিশুর জন্ম হোক-
তোর কাছেই তো হাতেখড়ি, তোর কাছেই তো বৃক্ষ চেনা
মাতৃসমা সখী আমার, অন্তরাত্মার সাথে অচ্ছেদ।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



