আমার প্রথম প্রেমের নিটোল ছবি তুমি
একেঁছিলে তার আঁচল বিছানো ক্যানভাসে
রাত্রির ঘন অন্ধকারে নীলাম্বরী পথের
ঝাপটা বাতাসে আগলে রেখে বিপন্ন দীপশিখা।
বলো, কেন তবে মোহন বাশিঁতে বাজালেনা নহবত
করুন সানাইয়ে বিদীর্ণ হতো দশদিক আর
চন্দ্রাতপের ঝালর।
গঞ্জের ঘাটে ভিড়েছে তোমার সওদাগরী নাও
সুচতুর তবু নও তো তুমি তেমন বণিক।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



