যমে মানুষে টানাটানি করে কতোবার
মাগো বাঁচিয়ে তুলেছো আমায়, দিনপঞ্জিতে
কেউ তা টুকে রাখেনি বলে কি তা মিথ্যা
হয়ে যাবে? আল্লাহর কাছে সিজদায় পড়ে...
দরগায় মানত মেনে, মুসাফিরের কাছে
দোয়া মেগে, ডাক্তার-কবরেজ করে মাগো
তুমি পৃথিবীর আয়ু ভিক্ষা করেছো আমার।
কত রাত জেগে কাটিয়েছো, কেঁদে উঠলে
বুকে তুলে নিয়েছো,কত যত্ন করে পাশে বসে
খাইয়ে দিয়েছো, আদর করে দোলা দিয়ে
ঘুম পাড়িয়েছো,বয়সকালেও ছেলের কষ্টে
আচঁলে মুখ মুছেছো। মাথায় পিঠে হাত বুলিয়ে
দু:খগুলো এক লহমায় হাওয়ার তোড়ে
ভাসিয়ে দিয়ে কেমন করে হাওয়াই মিঠার
সুখ দিয়েছো, মাগো তুমিই বলো
কেমন করে ভূলে যাব স-ব? আজ
তুমি ছাড়া পৃথিবীটা শুধুই কলরব।
তুমি নেই, আছে সবাই; ভালোবাসার কত
কারবার, আদর আব্দার কোনো কমতি নেই, শুধু
তোমার মতো এমন করে আর তো আমায়
কেউ বাসেনা ভালো, মাগো! কোথায় তবে
ভালোবাসা পাবো? সুখ-দু:খের শেয়ার করা
যুক্তি তর্কে স্বপ্ন দেখা, দিন-রাত এক করেও
কাজল চোখে বৃষ্টি দেখা, আকাশ দেখা, তারায়
তারায় তোমায় খোঁজা-ভালোবাসার এ তল্লাশি
মাগো, ভাল্লাগে না ভাল্লাগে না আর । ভালোবাসার
এ পরাজয় ওই মেয়েটি, তুমি আমি কেউ জানি না।
শুধু জানি, মা নেই আমার এ দুনিয়ায় আর, মা হারানোর
সে বেদনা চোখের জলে শেষ হবে না, শেষ হবেনা।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০০৮ বিকাল ৫:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



