আমার আপনার যে ভাষা,এই ধরুন খেয়েছ, পড়েছ পর্যায়ের যা সভ্য বা তথাকথিত ভদ্র সমাজে বিশেষ ভাবে সমাদ্রিত। আবার যারা বলে খাইছস বা পড়ছস তা বোধ করি ভদ্র সমাজে আদ্রিত নয়। কিনতু এটাও ভাষা। মনের ভাব প্রকাশ করবার জন্য মানুষের উচ্চারিত ধ্বনি বা ধ্বনিসমস্টিই ভাষা। সমাজে বিভিন্ন পেশার মানুষের উপস্হিতি আমরা দেখি। এই যে রিক্সাঅলা, বাস বা ট্রাকঅলা, মুজুর, কুলি, Helping hand এদের যে ভাষা ক্ষেএ বিশেষে তাতে local tone এর উপস্হিতি লক্ষ্য করা যায়, অনেক সময় তাদের কথিত অনেক শব্দে ভুলভাল দারুন ভাবে লক্ষ্যনীয়। আর এরা ভুলভাল উচ্চারন করে বলেই একজন ভদ্রলোক হতে পারেন তিনি কবি, লেখক (যারা সৃস্টির নেশায় মগ্ন)বা সাহিত্যিক তারা এর মধ্যে গতি এবং চেতনা প্রবাহ করেন, যার দ্বারা ভাষা পরিশালিত, পরিশ্রুত এবং সংশোধীত হয়। যে ভাষা নিয়ে মানুষ experiment কম করে বা এক সময় experiment হত এখন আর হয় না সেটা মৃত ভাষা। এখন কেন পালি ভাষার প্রচলন নেই? কেন হিব্রু ভাষায় চর্চা হয় না।
এখানে আহমদ ছফার কিছু কথা না বললেই নয় (কথা গুলো আহমদ ছফার সাক্ষাতকারসমগ্র হতে সংকলিত...Special thanks’ to all who wrote, composed & published this special book)খুব ভালভাবে খেয়াল করুন "জীবন্ত ভাষার লক্ষন হচ্ছে তা ভুলভাল বলবে। অশুদ্ধ বলবে। অসংস্কৃতি বলব.......। বাংলা ভাষার কিছু ব্যাপার আছে, অন্য ভাষা ধরুন ইংরেজি অথবা হিন্দি অথবা উর্দূ, এই সব ভাষায় ভদ্রলোকের এবং সাধারন মানুষের ভাষার মধ্যে দূরত্ব খুব অল্প, কিনতু বাংলা ভাষার মধ্যে ভদ্রলোকের এবং সাধারন মানুষের ভাষার মধ্যে দূরত্ব অনেক। সাধারন মানুষের মুখের ভাষার উপর নির্ভর করে বাংলা ভাষার সাহিত্য গড়ে উঠেনি। এটা হয়েছে সংস্কৃত অভিধান থেকে। ফোর্ট উইলিয়াম কলেজের পন্ডিতেরা তখন এই ভাষার রীতির মধ্যে......এ ভাষার দূরত্ব গোড়াতেই সৃস্টি হয়েছিল।
..........।এ ভাষার দূরত্ব উর্দূ তে নেই..পাকিস্তান আমলে রবীন্দ্রনাথের এবং মহাকবি ইকবালের জন্মবার্ষিকী এক সাথে পালন করলেন, মেডিকেল কলেজে। মহাকবি ইকবালের জন্মবার্ষিকীর দিন দেখা গেল হাজার হাজার বিহারি এসে ভরে গেছে।রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে শহীদুল্লাহ সাব প্রেসিডেন্ট ছিলেন, তখন দেখা গেল পাঁচজন পান্জাবি পরা লোক চাদর গলায় ঝুলান যারা আসেন। কারন সাধারন লোককে তা টাচ করে না।"
ফকির লালন শাহের গানের যে আবেদন তা দেশ এবং সময়কে ছাড়িয়ে যায়, তার গানে আন্চলিক শব্দের ব্যবহার আছে। সব গান যে রবীন্দ্রনাথ, নজরুল, অতুলপ্রসাদ, রজনীকান্তর মত হতে হবে তা তো নয়। আমাদের জারি গান, সারি গান, মারফতি, ভাটিয়ালি গানের যে melody তা সর্বজনবিদিত।
সেদিন রিক্সা চড়ে আমি আর এক বন্ধু বাসায় আসছিলাম, পথিমধ্যে রিক্সাঅলা এক বাড়ি দেখে বলে উঠল "কঠিন বাড়ি বানাইছে(এখন অনেক শিক্ষিত মানুষও কঠিন word টি বলে থাকে"। হয়ত সে বলতে পারত "দারুন বাড়ি বানাইছে" বা "সুন্দর বাড়ি বানাইছে"। কিন্তু এটা তো তার ব্যাক্তি স্বাধীনতা কে কিভাবে মনের ভাব প্রকাশ করবে, তাই না? বা "ঝাকাছ" যে যাকে বলছে তারা তো মনের ভাব ঠিকই প্রকাশ করতে পারছে, আমার, আপনার সমস্যাটা কোথায়? যদি এটা খারাপ হয় তবে তা আপনাআপনিই বন্ধ হয়ে যাবে। খামখা Tension নিবেন না ও Sorry, Tension করবেন না।
একদিন TV channel serve করতে করতে দেখি এক Talk show তে Host ছিলেন ইমদাদুল হক মিলন আর guest হলেন বিপাশা হায়াত এবং জয়া। দুজনই খুব ভাল Actress অন্তত আমার দৃস্টিতে (নিজেকে আমি একজন ভাল দর্শক বলে দাবি করি)। ইমদাদুল হক মিলনের প্রশ্নের জবাবে বিপাশা হায়াতের উওর ছিল এমন---একদিন কোন এক শিক্ষিকা বা কোন Student এর মা তাকে বলেছিলেন এখন তিনি তার সন্তানকে শেখার জন্য TV নাটক আর দেখতে বলেন না। কারন TV তে এখন যা হয় তা দেখবার বা শেখবার মত নয়।
এমন অদ্ভুত কথা আমি কখন ও শুনি নাই। শিখবে, কি শিখবে? ভাষা? নাটক দেখে? But I really feel pity for বিপাশা হায়াত। আমরা কি আমাদের যারা Learner তাদেরকে বলি STAR MOVIES or HBO থেকে English শেখেন (আমি অন্তত বলি)? বলেন না, কি বলেন? বলেন, The Daily Star or The Independent or CNN, BBC, English Journals,Books, Novels,Short Stories থেকে শিখতে। তবে বাংলার ব্যাপারে বাধ সাধালো কেন???
সেদিন আরেক Talk show তে দেখি দেশের প্রকৃত কিছু বুদ্ধিজীবি Radio ফূর্তির বরোটা বাজিয়ে ছাড়লো। কিন্তু একবার চিন্তা করুন এখন Radio ফূর্তির কি দারুন জনপ্রিয়তা!!! এতদিন Radio (যেখানে TV নাই)গুটি কতক মানুষ বাদে কেউ শুনতো বলে মনে হয় না। এর জনপ্রিয়তা ছিল রসাতলে। তখন এই বুদ্ধিজীবি সমাজ কোথায় ছিল?? তাদের (বুদ্ধিজীবি শ্রেনীর) দাবি এই তরুনেরা বাংলা উচ্চারনের বারটা বাজিয়ে ছাড়ছে....
অনেক বড় বড় কথা হল..সবার শুভ বুদ্ধির উদয় হোক, এই কামনায় এখানেই ক্ষান্তি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



