এই দূর পরবাসে নিঘর্ুম কেটে যায়
আমার রাত্রিগুলো।
সময়ের সাথে পাল্লা দিয়ে
এগিয়ে চলে ঘড়ির কাটা
এক একটি সেকেন্ড মনে হয়
এক একটি ঘন্টা।
ঘুমের আশায় বালিশে
মাথা ঠেকিয়ে শুয়ে থাকি
ভাবি এখন-ই আসবে ঘুম
কিন্তু ঘুম যেন সোনার হরিণ
সে ধরা দেয় না
দূরে দূরে থাকে
পালিয়ে বেড়ায় আমার নাগাল থেকে।
ধীরে ধীরে রাত কেটে যায়
আসে নতুন সকাল
কিন্তু ঘুম আসে না।
এভাবে ঘুমের আশায় কেটে যায়
আমার প্রতিটি রাত
আশায় থাকি ঘুমাবো।
একদিন আসবে সেই চির শান্তির ঘুম
যে ঘুম আর কোনদিন ভাঙবে না
দেখা হবেনা আর সূর্যদয়
চলে যাব এই পৃথিবীর মায়া কাটিয়ে
অনেক দূরে, চির ঘুমের দেশে ।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



