আইয়ুব বাচ্চু

আইয়ুব বাচ্চুর গিটারের সুর এবং গানের সঙ্গে পরিচয় নেই এমন দর্শক-শ্রোতার সংখ্যা খুবই কম আছে। এবার আইয়ুব বাচ্চুর ভক্তরা তাদের এই প্রিয় শিল্পীকে একেবারে ভিন্নরূপে দেখতে পাবে। ঈদের জন্য নির্মিত ‘ট্রাফিক সিগন্যাল ও হলুদ বাতি’ শিরোনামের নাটকে জনপ্রিয় এ শিল্পীকে অভিনয় করতে দেখা যাবে। নাটকটি লিখেছেন নজরুল ইসলাম ও পরিচালনা করছেন শহীদুজ্জামান সেলিম। আজ রোববার আইয়ুব বাচ্চু নাটকটির শুটিংয়ে অংশ নেন। তাঁর নিজস্ব স্টুডিও এবি কিচেনে সকাল থেকে দুপুর পর্যন্ত নাটকটির শুটিং করা হয়।
নাটকে অভিনয় প্রসঙ্গে আইয়ুব বাচ্চু বলেন, ‘আসলে আমরা প্রতিনিয়ত মঞ্চে গানের সঙ্গে অভিনয় করেই যাচ্ছি। এটাতে আলাদা তেমন কিছু মনে হয়নি। সেলিম ভাই আমাদের খুব ভালো একজন বন্ধু। আসলে উনার কথাটা আর না করতে পারলাম না। অবশেষে অভিনয়টা হয়ে গেল আর কি।’
নাটকের পরিচালক শহীদুজ্জামান সেলিম বলেন, ‘নাটকের গল্পটাই এমন যে এখানে আইয়ুব বাচ্চুকে ছাড়া অন্য কাউকে মানায় না। তাই আইয়ুব বাচ্চুকে অনুরোধ করলে তিনি আর ফিরিয়ে দেননি। এখানে আইয়ুব বাচ্চুকে তাঁর নিজস্ব রূপে দেখানো হবে।’
দেশ টিভির জন্য নির্মিত এ নাটকে আরও অভিনয় করেছেন—স্বাগতা, সানজিদা প্রীতি, দীপ্তসহ আরও অনেকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



