এক শ্রদ্ধেয় বড়ভাই(ধরেন আবলুল) খুব বড় গলায় বলতেন যে, সব লং জার্নীতে তার পাশের সীটে কোন না কোন এক সুন্দরী মেয়ের সীট পড়েই! তার ভাগ্য খুব ভালো.......বাহ্ কি আরাম! জার্নীটাই যেন শুভ হয়ে যায়....কি মজা!
ব্যাপারটায় মনে কিছুটা খটকা লাগলো। আমরা থাকি খড়ায় আর তুমি থাক বর্ষায়!
সে যখন টিকেট কাটতে যায় তখন কাউন্টারে বলে,"ভাই একটা মহিলার সিট বুকিং দেন"। আর কাউন্টারের লোকজন স্বাবাভিকভাবেই অন্যকোন মহিলার পাশের সিটটা দেয়ার চেষ্টা করেন।
এতদিনে বুঝলাম আবলুল ভাইয়ের ভাগ্যের রহস্য!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



