আমি স্টুডেন্ট টিউশনী করতে ভয় পাই। সমস্যা হয়।তবুও কেন যেন দীর্ঘ্যদিন যাবত পড়াচ্ছি রিয়াকে। সে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। যেমন সুন্দরী তেমন লাজুক। বউ করার মত একটা মেয়ে। দেখলে পরাণে প্রেম আইয়া পড়ে। আন্টির রিকোষ্টের কারণে টিউশনীটা ছাড়তে পারি নাই।
আজকে যেন মেয়েটাকে একটু বেশি সুন্দর লাগছে। সুন্দরী মেয়েদের নীল বর্ণের পোশাকে মাথা নষ্ট লাগে। দীর্ঘদিন যাবত আমার ভাল লাগার কথা মেয়েকে বলে ফেলার চেষ্টা করছি। কিন্তু বলতে পারছি না। আজকে আমাকে বলতেই হবে।
-রিয়া তোমাকে একটা কথা বলি?
-বলেন।
-না না থাক পরে বলবো।
-না, ভাইয়া বলে ফেলুন না! আমি বড় হইছি না?
-আমি তোমাকে অনেক .......
কথা শেষ না হতেই কাজের মেয়ে নাস্তা নিয়া হাজির। হারামজাদী কাজের মেয়ে সময় আর পাইলি না!
কাজের মেয়ে নাস্তা দিয়ে চলে গেল। রিয়া বলল-
-ভাইয়া যেটা বলছিলেন......
-আমি তোমাকে অনেক লাইক করি। আই লাভ ইউ... রিয়া।
-ভাল আমাকে কি বিয়া করতে চান?
-হ্যা, অবশ্যই ..... তুমি যদি রাজি থাকো।
-আমি তো রাজি কিন্তু আম্মু রাজি হয় কি'না.....
এককথা বলে ভ্যা করে "আম্মু আম্মু" বলে চিল্লানি দিয়া উঠলো।
মুহুর্তেই হাপাতে হাপতে আন্টি হাজির, " কি হইছে মা, কি হইছে?"
-স্যার আমাকে .... ...
"এক্সকিউজ মি, আই ওয়ান্ট টু ইউজ দ্য ওয়াশরুম।" বলেই ওয়াশরুমের দিকে দিলাম দৌড়!
ভাই থামেন। জীবনডা কি হুমায়ূন আহমেদের হিমু পাইছেন যে যা ইচ্ছা তাই হবে! এখানে মেয়ে টিউশনী যেন সোনার হরিন !!