আমাকে তুমিই পাবে // আবদুল্লাহ-আল-মাসুম
তুমি পূর্ণ চন্দ্রের মতো আমাকে সজোরে টানছো।
আমি , ফূলে ফেঁপে উঠছি ।
আমার শরীরে আসছে জোয়ার ।
তুমি জানি ব্যকুল হয়ে আছো ।
আমি যে সমুদ্র , তুমি তো আসমান জুড়ে আছো ।
কী করে তোমাকে স্পর্ষ করবো আমি ?
সেই আক্ষেপে তুমি , মলিণ ।
আমি সমুদ্রের জল ,
মেঘের শরীরে বিবর্তিত হয়ে আসমানে ভেসে বেড়াবো ।
চুমু খেয়ে আসবো তোমার মুখে ।
ভেজা ভেজা স্পর্ষে ছূয়ে যাবো তোমার শরীর ।
প্রেম , সে তো এক অজেয় শক্তির নাম ।
শক্তির রূপান্তর আছে , বিনাশ নাই ।
আমাকে , নির্জনে আরো কিছূক্ষণ ডাকতে থাকো , তোমার হৃদয়ের দরবারে ।
আমাকে তুমি পাবে ।
আমাকে তুমিই পাবে ।
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১৫ দুপুর ১:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




