একটি গোলটেবিল বৈঠকের হলরুম। বিষয়র মার্কিন বিদায়ী প্রেসিডেন্ট জর্জ বুশের প্রতি ইরাকী সাংবাদিক জায়েদীর জুতা নিক্ষেপ। বর্তমান মার্কিন আধিপত্যবাদী বিশ্বে এরকম একটি বিরোচিত ঘটনার পর্যালোচনা করতে একটি প্রভাবশালী আন্তর্জাতিক দৈনিকের উদ্যোগে এ গোলটেবিল বৈঠক। মিডিয়া পার্টনার করা হয়েছে আরেকটি ঝানু টিভি চ্যানেলকে। অনুষ্ঠানে বৈচিত্র আনতে অতিথি করা হয়েছে বিভিন্ন পেশার বশে কিছু বাঘা বাঘা ব্যক্তিত্ব। এর মধ্যে আছনে বুদ্ধিজীবী, সাংবাদক, ক্রিকেট বোলার ও জোতা কোম্পানির মালিক। শুরু করলনে একজন বিশ্ব কাপানো বুদ্ধিজীবী। তিনি অবশ্য জায়েদীর জুতা নিক্ষেপের চেয়ে বুশরে নুয়ে যাওয়ার ভঙ্গি নিয়ে প্রশংসায় পঞ্চমুখ। বললনে তার নূয়ে যাওয়ার আর্ট তাকে বিমুদ্ধ করছে। এবার অন হল সাংবাদিকের মাইক্রোফোন। তিনি প্রথম সাংবাদকি সমাজের পক্ষ থেকে এরকম একটি দুঃখজনক (?) ঘটনার জন্য বুশরে কাছে ক্ষমা চেয়ে জায়েদীর চৌদ্দগোষ্ঠী উদ্ধার করলেন। এলনে ক্রিকেট বোলার। আরে ভাই সকল বিষয় নিয়ে নেগেটিভ চিন্তা করতে করতে আমরা নষ্ট হয়ে গেছি। আসলে জায়েদীর সাংবাদকি না হয়ে একজন ক্রিকেট বোলার হলে কতই না ভালো হত। বিশ্ব একজন সম্ভাবনাময়ী বোলারকে পেত। তার জুতা ছুড়ার লাইন ল্যাংগথ দেখে আমি তো সত্যিই আভিভূত! সে রাজি থাকলে আমার দেশের ক্রিকেট বোর্ডর সাথে আলোচনা করতে পারি তাকে দলে নেয়ার জন্য। সবশেষে মুখ খুললনে জুতা কোম্পানরি মালিক। বিষয় যাই হোক না কনে আমরা খবর নিয়ে নিশ্চিত হয়েছি জায়েদীর পরনরে জুতাটি ছলি আমাদের কোম্পানির। এ ঘটনায় আমাদরে কোম্পানরি সলে বেড়েছে। হুহু করছে বাড়ছে কোম্পানির শেয়ারের দাম। আমরা কোম্পানরি পক্ষ থেকে বুশ ও জায়েদী দুজনকেই আনুষ্ঠানকি ধন্যবাদ জানিয়ে মেইলে পাঠিয়েছি।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



