সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা আধুনিক খেলাধুলার জগতে কালো স্প্রিন্টার এবং সাঁতারের দুনিয়ায় সাদা সাঁতারুদের আধিপত্যের কারণ বের করেছেন। অ্যাথলেটিক্সে সাফল্যের এই বৈষম্যের কারণে এর আগে অনেক প্রশ্ন উঠেছে। খবর টেলিগ্রাফ অনলাইনের।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, দুটি মার্কিন সংস্থা ঝুঁকি স্বীকার করেই এই বিতর্কিত সমস্যার সমাধান করেছে। তারা এ বিষয়ে একটি তত্ত্ব দিয়েছেন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, গবেষকরা এ তত্ত্বের নাম দিয়েছেন ‘সেন্টার অফ গ্রাভিটি থিওরি’। অদ্ভুত এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ডিজাইন অ্যান্ড নেচার-এ।
গবেষকরা জানিয়েছেন, কালো স্প্রিন্টাররা তাদের সাদা স্প্রিন্টার প্রতিদ্বন্দীদের তুলনায় দৌড়ে ০.১৫ সেকেন্ড সুবিধা পান। কারণ, তাদের সেন্টার অফ গ্রাভিটি বা ভরকেন্দ্র অপেক্ষাকৃত উঁচুতে থাকে। এর অর্থ তারা উঁচু থেকে মাটিতে নামেন বেশ দ্রুত। অন্যদিকে সেন্টার অফ গ্রাভিটি নিচুতে থাকার কারণে সাদা সাঁতারুরা বেশি সুবিধা পান। তাদের শরীর পানির উপরে বেশি ভেসে থাকে এবং ঢেউয়ের তালে তারা বেশি এগিয়ে যেতে পারেন।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, নর্থ ক্যারোলাইনার ডিউক ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আদ্রিয়ান বেজান এবং ওয়াশিংটনের হাওয়ার্ড ইউনির্ভার্সিটির ড. এডওয়ার্ড জোন্স এ বিষয়ে গবেষণা করেছেন। গবেষণায় দেখা গেছে, আফ্রিকান বংশোদ্ভুত কালো রঙের স্পিন্টাররা সাদাদের চেয়ে শতকরা ৩ ভাগ সেন্টার অফ গ্রাভিটির সুবিধা পান।
উল্লেখ্য, বিশ্বরেকর্ডধারী ১০০ মিটার স্পিন্টার-এর ২৫ জন পুরুষই কালো রঙের। অন্যদিকে ১৯২২ সাল থেকে ১০০ মিটার ফ্রি স্টাইল সাঁতরের বিশ্বরেকর্ড সাদাদের দখলে।
অবশ্য বাদামীদেরও আমলে এনেছেন গবেষকরা। সংবাদমাধ্যমটি জানিয়েছে, গবেষকরা সাদা-কালোর মাঝামাঝি অ্যাথলেটদের বিষয়ে বলেছেন, এরা কখনোই এ জাতীয় কোনো সুবিধা পাননা তাই তারা এ জাতীয় প্রতিদ্বন্দিতায় আসতেই পারেন না
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



