সারাক্ষণ ব্যাস্ততার ফাঁকে ও
তোমার মুখটা ভেসে বেড়ায়...
সব কিছুর মাঝে চিন্তায় থাকি
কোন কারণে না তোমাকে হারাই................
সকালে ঘুম থেকে উঠা
তারপর অফিসে ছুটা.......
সারা দিনের ব্যস্ততা সেরে বাসায় ফিরে
ঘুমের জন্য শুয়ে দু চোখ বুজা.............
এত কিছুর পরও তুমি আছ
আছ তুমি আমার সর্বাঙ্গে.......
তোমর অস্তিত্ব আমি অনুভব করি
আমার প্রতিটি অঙ্গে...............
একজনকে সারাক্ষন অনুভব করা
এটাকে তুমি কী বলবে......
তার কথা সর্বদা কানে বাজে
এভাবে কী দিন চলবে...............
কোন কিছুর অস্তিত্ব ছাড়া অনুভব
বিচরণ করি তার চুলে...
চুলের গন্ধে মাতাল হয়ে
সব কিছু তো যাই ভুলে..............
এ সবই চলে কল্পনাতে
বাস্তবতার অনেক ফারাক....
হারিয়েছি তোমাকে নাকি আমি??
ভালোবাসায় লেগেছে মরক...................
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০০৮ দুপুর ১২:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



