গভীর রাতে কি তুমি রাস্তায় হেঁটেছো কোনদিন
আমি এখন এ কাজটা করি প্রতিদিন,
কোন দিন তুমি করেছো জোৎসা স্নান
করে দেখো জুরাবে তোমার প্রাণ।
পূর্ণিমাকে মনে হয় আমার আমাবরসা
কোন দিন কেউ বুকে বাধলো না বাসা,
প্রতিটি তারাকে মনে হয় এক একটা লাশ
মৃত্যুর পর তাদের আকাশে বসবাস।
তাদের মাঝখানে যে থাকে চাঁদ
মিতালি করবো আমি তার হাতে রাখবো হাত,
সে হচ্ছে পাহারাদার প্রতিটি লাশের
সে েদখে প্রতি রাতে দুঃখ আমার।
এক সাথে বসে করি দুজনে আলাপন
চাঁদ আর আমি বন্ধূ পুরাতন,
জেগে থাকি সারা রাত আমরা দু'জন
আমাদের কেউ ই তো হলো না আপন।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



