মা
মা তুমি কেমন আছ? আমি জানি, তুমি কেমন আছ। আমি ভাল নেই। তোমাকে অনেক দূরে রেখে তোমার এই হতভাগা ছেলেটি ভাল নেই। মা, তোমাকে দেখতে ভীষন ইচ্ছে করছে। ৯ তারিখ পরীক্ষা তাই তোমাকে আরও একমাস দেখতে পাবনা। মা তোমার মনে আছে, আমি একবার পড়ে গিয়ে হাত ভেঙ্গে ছিলাম, সেবার তুমি আমার জন্য কত কষ্টই না করেছিলে। মা তোমার ছেলেটি আজ অনেক বড় হয়েছে, বিশ্ববিদ্যালয়ের তৃতীয়বষের ছাত্র সে। মা, তোমার কথা সবসময় মনে পড়ে। ক্লাশ, কুইজ আর অ্যাসাইনমেন্ট এর ব্যস্ত তার মাঝে যখন হঠাত করে তোমার কথা মনে পড়ে তখন সেল ফোনে তোমার কন্ঠ শোনে নিজেকে শান্ত করি। সেল ফোনে যখন তোমার ফোন আসে তখন মনে হয় তুমি আমার সামনে দাড়িয়ে আমাকে ডাকছ।
মা জান এখানে আমার অনেক ভাল বন্ধু আছে। কোন কারনে আমার মন খারাপ হলে এরা সারাক্ষন ব্যস্থ থাকে আমার মন ভাল করার জন্য। মা জান, এরা আমাকে অনেক অ-নে-ক ভালবাসে। মা তোমার মনে আছে, প্রথম যেদিন বিশ্ববিদ্যালয়ে আসি তখন তুমি একটা কথা বলেছিলে। তুমি ভূললেও আমি ভূলি নাই। তোমার সেই কথা রাখার চেষ্টাই আছি মা। তোমার সন্তানেরা তোমার স্বপ্ন পূরণ করার জন্য তোমার কাছ থেকে অনেক দূরে পড়ে আছে। তুমি তোমার সন্তানদের জন্য দোয়া কর, তারা যেন তোমার স্বপ্ন পূরণ করতে পারে।
কিন্তু মা, এখন মন খারাপ হলে তোমাকে বলতে পারি না। প্রচন্ড কষ্টে যখন কান্না পাই তখন সেই ছোট্রটির মত তোমার কোলে মাথা রেখে আর কাঁদতে পারিনা। মা জান, গভির রাতে সবাই যখন ঘুমে ব্যাস্ত তখন আমি হলের ছাঁদে খোলা আকাশের দিকে তাকিয়ে তোমাকে খুঁজি। প্রচন্ড কষ্টে তখন কান্না পাই। কেউ আমাকে শান্ত করে না। মা তোমার এই সন্তানদের চোখের পানি তুমি মুছে দাও। তোমার অসীম মায়ার আঁচলের এক কিনারে আমাদের স্থান দাও। আমরা যেন মানুষের মত মানুষ হয়ে তোমার স্বপ্ন গুলো পূরণ করতে পারি। তোমার এই সন্তানেরা যেন দেশ, দশ তথা তোমার মুখ উজ্জ্বল করতে পারে। তুমি শুধু তোমার মায়ার আঁচলে আগলে রেখ।
ভাল থেক মা,
অনেক অনেক অনেক ভাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




