মোস্তফা, মেহেদি, রনি, আজাদ, পিপল আর আমি ।আমরা ছয়জন। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষ শেষ করতে চলেছি । সকাল থেকে বিকেল পর্যন্ত পড়াশুনাসহ নানা কাজের মধ্যে কেটে যাই। তবে সবচেয়ে বেশি যেটা হয় তা হল সপ্ন দেখা ।
মোস্তফা, আমরা তাকে বলি পিপিলিকা। সবকাজে super slow. তার সপ্ন সে একটা ভাল জব করবে আর গ্রামের কোনো মেয়ে কে বিয়ে করবে । যদিও এ ব্যাপারে আমাদের কিঞ্চিত সন্দেহ আছে । তার আর একটা সপ্ন আছে, সেটা হল সে একটা
বিলবোর্ড বানাবে সেখানে আমাদের ছবি থাকবে আর আমরা অবশ্যই বত্রিশ টা দাঁত বের করে হাসব ।
মেহেদি, ঠিক বিপরিত । উড়োজাহাজ । তার সপ্ন অবশ্য প্রতিমিনিটে change হয় । কিছুক্ষন আগে তার সপ্ন ছিল সে একটা উপন্যাস লিখবে । নাম, “ভালবাসা এবং কষ্ট” । কালকে তার সপ্ন কি হবে জানি না । ভয় লাগছে, কালকে আবার গীতাঞ্জলী লিখতে চাই কি না।
রনি, অতিরিক্ত বাস্তব্বাদী । ইমোশোন এর কোনো স্থান নেই তার কাছে। সে নিজেই নাকি একটা INDUSTRY দিবে যার AGM হিসেবে আমাকে সিলেক্ট করেছে ।
আজাদ, শুধু খাই এর ঘুমাই । ঘুম কম হলে ঘুমের ঔষধ খেয়ে ঘুমাই । জব্বর ফাজিল ।
পিপল, DESTINY । দুইবছর পর NOAH গাড়ির মালিক । আর….।
আমার কথা আর কি বলি । এতোগুলা সপ্নের ভিড়ে আমি হতবাক।
তবে আমাদের মাঝে বড়ো একটা মিল আছে আর তা হল, আমরা একে অন্যকে প্রচন্ড ভালবাসি।
প্রিয় পাঠক, দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন আমাদের সপ্নগুলো পুরন করতে পারি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




