দুপুরটাকে অবাক করে ছুটছি,
সেই পুরাতন ছায়া সঙ্গি পেছন ছাড়ে না ।
জরাই পেরিয়ে যাই পেছন ছাড়ে না,
উতরে যাই উতরাই পেছন ছাড়ে না,
সকল যোগাযোগের মধ্যে সে জেগে থাকে নিস্প্রান ।
কেবল আয়োজনের সকল শব্দ থেমে গেলে তার স্বর স্পষ্ট হয় ।
সে আমার চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, কি হতে চাও ?
আমি নিশ্চিত স্বরে বলি, আমার এই পথ চলা শুভ হোক………….।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




