একটা জীবনের মুল্য কত ? এক টাকা, দশ টাকা, দশ হাজার টাকা, দশ লক্ষ টাকা, দশ কোটি টাকা, মূল্যহীন নাকি অমূল্য ।
একটা জীবন শেষ করতে কি লাগে? একটা বুলেট, একটা ছুরির আঘাত নাকি হেলপারের ড্রাইভারের উদ্দেশ্যে “মারেন ওস্তাদ” এই কথাটি ।
প্রিয় পাঠক, মটরসাইকেলটা নিয়া বের হয়েছি কানসাট যাব বলে। স্বভাবতই স্পিড ৭০ এর উপরে। পেছনে আজাদ (আমার ছোট ভাই)। ৫-৬ কি.মি যাবার পর সামনে একটি ট্রাক ও ট্রলি দেখলাম। ডানপাশ দিয়ে অনবরত ট্রাক ক্রস করছে। মালভর্তি ট্রলি, এর পেছনে খালি ট্রাক এবং এই দুটি যানবাহনের পেছনে আমি। কিছু বোঝার আগে হঠাৎ কানে ভেসে আসল, “মারেন ওস্তাদ” । আর সাথে সাথে ট্রলিটির টুলবক্স গিয়ে ঢুকল ট্রাকের দুই চাকার মাঝখানে এবং রাস্তা রক্তে লাল হয়ে উঠল। সঙ্গে সঙ্গে মারা গেল ট্রলির ডাইভার। মুহুর্তের মধ্যে পুরো ঘটনাটা ঘটে গেল।
ট্রাকের দুইজন শ্রমিক ঘটনাটির বণর্না দিল এভাবে, অনেক দুর থেকেই ট্রাকটি ট্রলিটিকে ওভার টেক করতে চাইছিল কিন্তু রাস্তায় জ্যাম থাকায় ট্রলিটি সাইড দিতে পারছিল না। এতে রাগ হয় ট্রাক ডাইভারের যার পরিনতি “একটি মৃত্যু”।
পরে থানা থেকে পুলিশ এসে ট্রাক এবং চালককে নিয়ে গেল। আমি যতদূর জানি তাতে এর বিচার হবে এবং ট্রাক মালিক সমিতি থেকে ট্রলিচালকের পরিবারকে ৫০ হাজার বা ১ লাখ টাকা জরিমানা দেয়া হবে। সেই ট্রাকটি আবার রাস্তায় চলবে এবং সেই চালক আবার ট্রাক চালাবে।
প্রিয় পাঠক, আমি ঠিক কি বলব বুঝতে পারছি না। আপনারাই বলুন, আমি শুনব। শুনে যদি একটু শান্তি পাওয়া যায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




