জলনুপুর সিরিয়ালের অভিনেতা রনির রহস্যমৃত্যু, টেলি দুনিয়ায় শোকের ছায়া
জলনুপুর-
আবারও টলিউডে ঘটল রহস্যমৃত্যু। পুকুরে ডুবে মৃত্যু হয়েছে কলকাতার জনপ্রিয় টিভি সিরিয়াল ‘জলনুপুর’ এর অভিনেতা রণেন চক্রবর্তী ওরফে রনির। শুক্রবার রাতে সার্ভে পার্ক থানা এলাকার রাসমণি বাগানের পুকুর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়েছে। সার্ভে পার্কেই কালীবাড়ি লেনে রনির বাড়ি। পরিবারের দাবি, রাতে বন্ধুদের সঙ্গে পুকুরে সাঁতার কাটতে গিয়েছিলেন তিনি।
বন্ধুরা জানিয়েছেন, আচমকাই ডুবে মারা যান রনি। উদ্ধার করে তাঁকে বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিতৎসকরা রনিকে মৃত ঘোষণা করেন। জলনুপুর ছাড়াও একাধিক সিরিয়ালে অভিনয় করছিলেন তিনি। তাঁর অভিনীত চরিত্রগুলোও দর্শকদের নজর কেড়েছে। আর এভাবে তাঁর আচমকা মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মিডিয়া পাড়ায়। এর আগে কলকাতার আরেক অভিনেত্রী দিশা গাঙ্গুলীর রহস্যমৃত্যু ঘটে। যদিও প্রাথমিকভাবে বলা হয়েছে, দিশা আত্মহত্যা করেছে। জি নিউজ।

সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০১৫ রাত ১০:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




