আলোকসজ্জা করা যাবে কি?
শবে বরাত রাতে বাড়িঘর, মসজিদ ও ধর্মীয় স্থাপনায় আলোকসজ্জা করেছেন। এর মাধ্যমে একটি উৎসবের আমেজ তৈরি করা হয়। এই উৎসব করা কিসের ভুল? উৎসব মাধ্যমে আল্লাহর ইবাদত বন্দেগী করবে। ঈদের দিন ইবাদত করে না? শবে বরাতের ভাগ্য বদলের জন্য প্রার্থনা করে। বাঙালি মুসলমানেরা বিশ্বাস করে।
আতশবাজির ও পটকা ফোটানোঃ
সমাজের একটা শ্রেণি আছে, যারা এই রাতে মাথায় টুপি ও হাতে তসবিহ নিয়ে আতশবাজি ছোড়ে এবং পটকা ফোটায়। এর কারণে যদি আশেপাশে মানুষ অসুবিধা হয় তাহলে না করা। সবাই যদি এই ইবাদত উৎসব করতে পারে সমস্যা কি? মানুষ এমনি নামাজ রোজা করে না মানুষ কে সচেতন করে আজ ইবাদত জন্য সজাগ করলে সমস্যা কি?
হালুয়া-রুটি
একটি কথা প্রচলিত আছে, যা রাসূল সা:-এর হাদিস বলে চালিয়ে দেয়া হয়। তা হলো, ‘শবে বরাতে হালুয়া-রুটি বানালে আরশের নিচে ছায়া পাওয়া যাবে। এই গুলো সঠিক হাদীস নেই। আপনি হালুয়া রুটি খান, রুটি মাংস খান। আরো নানা ধরনের খাবার খান। খাবার খাওয়া কোন সমস্যা নেই। আপনি আজকে একটা গরু জবাই করে গরিবের ভিতর বিলিয়ে দেন সমস্যা কি? আরো সাওয়াব পেলেন। এই দিনে খাবার বেদাত এই সেই যত ফালতু কথা বলে সমাজ বিভ্রান্ত করার অপচেষ্টা কী দরকার?..
শবে বরাতঃ আরব দেশে পালন করে না বাঙালি পালন করে। রমজান পূর্ব একটা আনুষ্ঠানিক উদ্বোধন এর মত ইবাদাত জন্য ব্যবস্থা। আপনি চাইলে নফল ইবাদত করতে পারেন । বছরের সারা বছর আপনি ইবাদত খবর নেই। আজকে না হয় এই উৎসব ভিতরে করলেন সমস্যা কি?