টাকা কার না প্রয়োজন?? টাকা, পয়সা, অর্থ সম্পদ কম হলে সমস্যা আবার বেশি থাকলেও সমস্যা। অর্থ মানুষকে দুঃখ থেকে মুক্তি দিতে পারে না। যখন বাস্তব পথে চলা শুরু করি প্রতিটি সময়ে টাকা, অর্থ প্রয়োজন, তবুও অর্থ মানুষকে মুক্তি দিতে পারে না। অর্থ বা টাকার অভাব মানুষকে ঘুমাতে দেয়না। সুখের অসুখে আমরা কাহিল আর ক্লান্ত। অর্থ বা টাকার অভাবে তিলে তিলে শেষ করে দেয়।
ভালো থাকার জন্য অনেক বেশি টাকা বা অর্থের প্রয়োজন হয়না। আপনার যদি অর্থ সম্পদ বা টাকা না থাকে আপনি সমাজে অনেক সমস্যায় পড়ে থাকবেন। তেমনি যাদের অতিরিক্ত সম্পদ আর টাকা আছে তারাও নানা সমস্যায় ভুগে থাকে। যেমন যারা অর্থবিত্ত
তাদের পারিবারিক সমস্যায় ভুগে। অথবা যাদের অর্থ বেশি থাকে তাদের জান মালের উপর হামলা আশংকাও থাকে কোথাও কোথাও।
একটা উদারহণ দেইঃ সংক্ষেপে
রহিম মিয়া মধ্যবিত্ত ,অর্থ সম্পদ এবং টাকা খুব প্রয়োজন। সমাজে চলার পথে তাকে ভোগায় অর্থের অভাব, তার স্ত্রী আয়েশা বিবি, সরাক্ষণ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তার জামাই যেনো ধনী হতে পারে। রহিম মিয়া তার স্ত্রীকে পৃথিবীর নিজের চেয়ে বেশি ভালোবাসে। হঠাৎ যুব উন্নায়ন অধিদপ্তর ফ্রিল্যান্সি কাজ শেখার সুযোগ হয় রহিম মিয়ার। রাতারাতি তার দিন বদলে যেতে থাকে, তার মাসিক ইনকমা ২ লাখেরও বেশি। সে ঢাকার শহরে ফ্লাট বাড়ি ও কিনে ফেলেছে। আগে সে গ্রামে থাকতো। এখন রহিম মিয়া সবকিছু চিন্তা ধারা উন্নত হতে শুরু করে। তার স্ত্রীকে একদিন বলে আমার তো এখন অনেক টাকা , তাহলে আমি দুই টা বউকে ভরণ পোষন করার ক্ষমতা আছে, তাহলে আমি আরেকটা বিয়ে করি। তোমাকে ও ভালোবাসি তাকে ভালোবাসবো। তোমাকে একটু বেশিই বাসবো। এই কথা শুনে রহিমা মিয়া স্ত্রী আয়েশা বিবি আকাশ থেকে ভেঙে পড়লেন। তাদের ভিতরে শুরু হয়ে গেলো ঝগড়া, আয়েশা বিবি চলে গেলেন বাপের বাড়ি, এই ফাঁকে রহিম মিয়া নতুন একজন অল্প বয়সী মেয়েকে বিয়ে করে ফেলেছে। প্রথম স্ত্রী বাসায় নিজে নিজে এসে দেখে তার ঘরে তার নতুন বউ। এখন প্রথম স্ত্রীর শান্তি হারাম হয়ে গেছে!!
আসলেই কি টাকা পয়সা অর্থ মানুষকে সুখী করতে পারে না। অভাব আছে বলেই তুমি ভালো আছো। যখন যে অবস্থায় আছে নিজেকে ভালো রাখার নামই কিন্তু সুখ। যে অবস্থায় আছে সেখানে নিজেকে সুন্দর রাখার নামই সুখ। সুখের আসায় অসুখে ভোগা উচিত না।