জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদ বলেছেন, ‘দেশে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার পাঁয়তারা চলছে। কিন্তু ধর্মীয় রাজনীতি ইসলামেরই মৌলিক অধিকার। এ থেকে আমাদের বঞ্চিত করার অধিকার কারও নেই।’
জামায়াত নেতা হুঁশিয়ার করে দিয়ে বলেন, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হলে সরকারের সামনের দিনগুলো সহজ হবে না। কঠোর কর্মসূচি দেওয়া হবে। গত শুক্রবার সন্ধ্যায় সাড়ে সাতটায় ফরিদপুরে নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
স্বাধীনতার ৩৮ বছর পর জামায়াতের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া প্রসঙ্গে মুজাহিদ বলেন, ‘মুক্তিযুদ্ধে আমাদের ভূমিকা নিয়ে দেশে অনেক অপপ্রচার রয়েছে। অথচ অপপ্রচারকারীরা জানে না পাঁচ হাজার মুক্তিযোদ্ধা জামায়াতের সদস্য। এর মধ্যে সাতজন সাব-সেক্টর কমান্ডারও রয়েছেন।’
মুজাহিদ বলেন, ‘সংবিধানে ধর্মনিরপেক্ষতা থাকবে কি না, তা আমাদের কাছে কোনো বিষয় না। আমরা শান্তিতে ধর্ম পালন করতে চাই।’ তিনি অভিযোগ করেন, সরকার গণতান্ত্রিক আচরণ করছে না। সারা দেশে জামায়াত ঠিকমতো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছে না। ঘরোয়া সভাগুলোতেও গোয়েন্দারা হাজির থাকেন এবং ভিডিও করেন, যা গণতান্ত্রিক আচরণের মধ্যে পড়ে না।
সংবিধানের পঞ্চম সংশোধনী প্রসঙ্গে জামায়াতে ইসলামীর সেক্রেটারি বলেন, এটি এখনো আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে, অথচ আইনমন্ত্রী ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন। বিচারিক কোনো বিষয় নিয়ে মন্তব্য করা সমীচীন নয় বলে তিনি জানান।
মতবিনিময় সভায় অন্যদের মধ্যে জেলা জামায়াতের সভাপতি মু. দেলোয়ার হোসেনসহ জেলার অন্য নেতারা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



