এসএ গেমসের কারণে পিছিয়ে দেয়া হয়েছে এসএসসি (মাধ্যমিক সার্টিফিকেট) পরীক্ষা। নতুন সূচি অনুসারে ১১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামি ১ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবার কথা ছিল।
সোমবার শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের জন সংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী।
আসন্ন এসএ গেমস উপলক্ষে এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে বলে জানান সুবোধ চন্দ্র। বলেছেন, খুব শিগগিরই পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হবে।
বৈঠকে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২৯ জানুয়ারি থেকে এসএ গেমস শুরু হবে। এটি চলবে ১০ দিন। দেশের ২৩টি ভেনুতে গেমসের ইভেন্টগুলি অনুষ্ঠিত হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



