রংপুরের বদরগঞ্জ উপজেলায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা করে তাঁদের গ্রেপ্তারের দাবিতে আবারও প্রতিবাদ সভা করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় বদরগঞ্জ শহীদ মিনারে কথিত মেলা উন্নয়ন কমিটি এ সভা করে। সভায় বক্তারা সাংবাদিকদের গাছে ঝুলিয়ে পেটানোর ঘোষণা দেন। ৯ ফেব্রুয়ারিও একই জায়গায় সভা করে সাংবাদিকদের হুমকি দেওয়া হয়।
মেলা কমিটির উপদেষ্টা রবিউল আলম বলেন, ‘দল-মতের সবাইকে সঙ্গে নিয়ে মেলা পরিচালনা করেছি। মেলা সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে উপজেলার সব সাংবাদিককে ডেকে নিয়ে বৈঠক করেছি। কিন্তু ওই দুই সাংবাদিক বৈঠকে আসেনি। তখনই সবাই তাদের ধিক্কার জানিয়েছে।’
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস বলেন, ‘মামলা দেওয়ার পরও কেন সাংবাদিকদের গ্রেপ্তার করা হচ্ছে না। আমরা ইচ্ছা করলে তাঁদের পেটাতে পেটাতে থানায় নিয়ে যেতে পারি। প্রয়োজনে সাংবাদিকদের গাছে ঝুলিয়ে পেটানো হবে।’
মেলা কমিটির সদস্য সাজেদুর রহমান বলেন, ‘ওই দুই সাংবাদিককে প্রকাশ্যে পিটিয়ে মারতে পারি। তবে তাঁরা শহীদ মিনারে দাঁড়িয়ে ক্ষমা চাইলে মাফ করে দেওয়া হবে।’
আবুজার গাফ্ফারী বলেন, ‘ওই দুই সাংবাদিককে পা দিয়ে খুচে নাড়িভুঁড়ি বের করে দেওয়া হবে।’
উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও মেলার ইজারাদার হেনা মো. ফেরদৌসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মেলা কমিটির সদস্য আবদুর রউফ মণ্ডল, উপজেলা যুবলীগের সভাপতি মন্জুরুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, মাসুদ রানা, সাইদুজ্জামান, শাহজালাল প্রমুখ।
গত ২৫ ডিসেম্বর নিজে উপস্থিত হয়ে মেলা কমিটির কাছে চাঁদা দাবির অভিযোগে প্রথম আলোর প্রতিনিধি আলতাফ হোসেন ও ইনকিলাব পত্রিকার প্রতিনিধি বাদশা ওসমানির বিরুদ্ধে মামলা করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। অথচ আলতাফ হোসেন ২৫ ডিসেম্বর ঢাকায় প্রথম আলোর সারা দেশের প্রতিনিধিদের বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন। তিন দিন পর তিনি বদরগঞ্জে যান।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



