সোমবার বিশ্ব পানি দিবস। সারা বিশ্বের পানি সমস্যার ওপর মনোযোগী হওয়ার জন্য ১৯৯৩ সালে প্রতি বছরের ২২ মার্চকে বিশ্ব পানি দিবস ঘোষণা করে জাতিসংঘ। বিশ্ব পানি দিবসকে সামনে রেখে গতকাল এক কনসালটেশনে (আলোচনা) বিশেষজ্ঞরা বলেছেন, শুধুমাত্র শিল্প কারখানার বর্জ্যে ঢাকা শহরের ৬০ শতাংশ পানি দূষিত হয়। বিশ্ব পানি দিবস সামনে রেখে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জাতিসংঘ তথ্য কেন্দ্র, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্বব্যাংকের পানি ও স্যানিটেশন কর্মসূচি এবং এনজিও ফোরাম ফর ড্রিংকিং ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন যৌথভাবে গতকাল (রোববার) এই কনসাল্টেশনের আয়োজন করে।
জাতীয় প্রেসকাবে অনুষ্ঠিত ওই আলোচনায় বিশেষজ্ঞরা বলেন, মাক্রোবাইলজিক্যাল দুষণ, আর্সেনিক এবং ম্যাংগানিজ- পানির গুণগত মান রায় এ তিনটি দূষণ আমাদের মূল হুমকি। বিশেষজ্ঞরা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় পানির গুনগত মান রায় আশু পদপে গ্রহণ এবং সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
ডিপিএইচই‘র অতিঃপ্রধান প্রকৌশলী দেওয়ান নকিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় এ কনসালটেশনে প্রধান অতিথি ছিলেন প্রফেসর এম ফিরোজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ড্যানিশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন মার্ক ইলারী, ইয়ান মোলার হ্যানসেন। আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ডঃ আইনুন নিশাত, প্রফেসর মুজিবুর রহমান, মুহাম্মেদ হোসেন, এনজিও ফোরামের নির্বাহী পরিচালক এস.এম.এ. রশীদসহ আরও অনেকে। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।
দিবসটি উপলে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বিশেষ বাণী দিয়েছেন। বাণীতে তিনি বলেন, সীমান্ত অতিক্রমকারী পানিসম্পদ কিভাবে একটি ঐক্যবদ্ধ শক্তি হিসেবে কাজ করতে পারে তা খুজে বের করতে হবে। বিশ্বব্যাপী পানি সংক্রান্ত কমপে তিনশটি আন্তর্জাতিক চুক্তি রয়েছে সেগুলো যথাযথ কাজে লাগাতে হবে। পাশাপাশি এই মূল্যবান ও সীমিত পানিসম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।
পানির গুণগত মানকে প্রাধান্য দিয়ে এবারের মূল প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হয়েছে- ‘সুস্থ পৃথিবীর জন্য নিরাপদ পানি।’ এনজিও ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে পানির প্রাপ্যতা এবং নিরাপদ পানির ব্যবহার ক্রমেই হুমকির মুখে পড়ছে। দিবসটি উপলে বিভাগীয় ও জেলা পর্যায়ে সিম্পোজিয়াম, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিপাদ্যের বিষয়ে আলোকে তৈরি পোস্টার বিতরণ ও প্রচারণা ইত্যাদি কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে পানির গুণগত মান নিশ্চিতকরণে করণীয় বিভিন্ন পদেেপর পাশাপাশি এেেত্র বিরাজমান সমস্যা ও বিবিধ সম্ভাবনা তুলে ধরা হবে।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১০ রাত ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



