প্রথম যখন মোবাইল দেখি বাংলাদেশে বেশ বড় ছিল। কাকরাইলে সিটিসেলের শোরুমের সামনে প্রায়ই নটরডেম কলেজ থেকে যাওয়ার সময় দেখতাম। বাইরে বড় একটি মোবাইলের অবয়ব।
মাঝে মাঝে সাইকেল থামিয়ে বাইরে থেকে ভিতরটা দেখার চেষ্টা। গাড়ি করে কিনতে আসা লোকদের দেখে ভাবনা উদয় হতো এতো বড় মোবাইল সেটটা কিভাবে এক হাতে ব্যবহার করবে!
আর আজ, মুঠোফোন এতোটাই ছোট যে হাতের মুঠোয় লুকিয়ে রাখা যায় সহজেই। প্রযুক্তি যেমন এগিয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমরাও।
কিন্তু আমরা কি এর ব্যবহার ঠিকমতো করছি! সম্প্রতি একটি সাপ্তাহিকে এই কথাই বেশ ভালোভাবে লেখা হয়েছে।
বন্ধুরা কিভাবে বন্ধুদের ক্ষতি করে! জানতে পারছি। আর শিখছি এ জীবনে যা কিছু করি না কেন, তা নিজের জন্যই করবো।
কত সহজেই না মোবাইলে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি ইন্টারেনেটে। এমন কি কেউ কেউ নিজের বোনের ছবিও দিচ্ছে। এ থেকে গর্হিত কাজ কি আর আছে?
কোথায় গিয়ে শেষ হবে এ এগিয়ে চলা? এখন মনে হয় সভ্য না হয়ে আদিম আর অসভ্য হয়ে থাকাটাই বোধহয় ভালো ছিল আমাদের জন্য।
সর্বশেষ এডিট : ০১ লা সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



